রবিবার ● ২৪ জুন ২০১২
প্রথম পাতা » পালনীয় দিবস » বিশ্ব ওজোন দিবস
বিশ্ব ওজোন দিবস
১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর বায়ুমণ্ডলের ওজোনস্তর ক্ষয়ের জন্য দায়ী দ্রব্যগুলোর ব্যবহার নিষিদ্ধ বা সীমিত করার জন্য ভিয়েনা কনভেনশনের আওতায় ওজোনস্তর ধ্বংসকারী পদার্থের ওপর মন্ট্রিল প্রটোকল গৃহীত হয়। এই দিনটিতেই পালিত হয় বিশ্ব ওজোন দিবস বা আন্তর্জাতিক ওজোনরক্ষা দিবস। প্রটোকল অনুযায়ী সদস্যদেশগুলো একে একে ওজোন ধ্বংসকারী রাসায়নিক ক্লোরোফ্লোরোকার্বন, হ্যালন, কার্বন টেট্রাক্লোরাইড, মিথাইল ক্লোরোফর্ম, মিথাইল ব্রোমাইড, হাইড্রোব্রোমোফ্লোরোকার্বন, হাইড্রোফ্লোরোকার্বন ইত্যাদির উৎপাদন ও ব্যবহার সীমিত ও নিষিদ্ধ করতে সম্মত হয়। ২০৪০ সাল নাগাদ প্রটোকলে অন্তর্ভুক্ত সব গ্যাসের ব্যবহার বন্ধ হওয়ার কথা । বাংলাদেশ ১৯৯০ সালে এই মণ্ট্রিল প্রটোকল স্বাক্ষর করে।
বিভিন্ন বছরে দিবসটির মূল প্রতিপাদ্য -
২০০৬: ওজোন স্তর সুরক্ষা কর: পৃথিবীর জীবসত্ত্বা বাঁচাও
২০০৭: ২০০৭ সালে প্রগতির ২০ বছর উদযাপন
২০০৮: মন্ট্রিল প্রটোকল: বৈশ্বিক সুবিধা লাভের জন্য বৈশ্বিক অংশীদারিত্ব
২০০৯: বিশ্বব্যাপী অংশগ্রহণ: বিশ্ব লাভবানের ঐক্য প্রয়াসে ওজোন সুরক্ষা
২০১০: ওজোনস্তর সুরক্ষা: সরকারি নিয়ন্ত্রণ এবং পরানুগত্যের সর্বোচ্চ ব্যবহার
২০১১: এইচসিএফসির ব্যবহার রোধ : পৃথিবী সুরক্ষায় একটি অনুপম সুযোগ
২০১২: আসন্ন প্রজন্মের জন্য বায়ুমন্ডলকে সুরক্ষিত রাখা