শুক্রবার ● ২৭ এপ্রিল ২০১২
প্রথম পাতা » পালনীয় দিবস » রিখটার স্কেল দিবস
রিখটার স্কেল দিবস
ভূমিকম্পের তীব্রতাজ্ঞাপক রিখটার স্কেলের উদ্ভাবক আমেরিকান পদার্থবিদ চার্লস ফ্রান্সিস রিখটার (Charles Francis Richter)। ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজীতে কর্মরত থাকা অবস্থায় ১৯৩৫ সালে তিনি বেনো গুটেনবার্গ এর সহযোগিতায় এই স্কেল আবিষ্কার করেন। চার্লস ফ্রান্সিস রিখটার এর জন্মিদন ১৯০০ সালের ২৬ ফেব্রুয়ারি। তাই এই দিনটি রিখটার স্কেল দিবস হিসেবে পালিত হয়।
রিখটার স্কেল হচ্ছে একটি লগারিদমিক স্কেল। স্কেলের প্রতি ইউনিট ভূপৃষ্টের কম্পনের পরবর্তী নিম্নসংখ্যার ১০ গুণ শক্তির প্রকাশ করে। অর্থাৎ প্রতি দুই এককের পার্থক্য দশমিক স্কেলের পার্থক্যের দশ গুন। যেমন কোন ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৪.০ হলে তা ভূ-পৃষ্ঠকে যতখানি আন্দোলিত করবে মাত্রা ৫.০ হলে তার চেয়ে দশ গুন বেশি আন্দোলিত করবে।
ভূমিকম্পের ফলে ভূ-পৃষ্ঠের বিভিন্ন টেকটোনিক প্লেটে জমা থাকা স্থিতি শক্তি মূলত তিন ধরনের শক্তিতে পরিণত হয়। এগুলো হল:
ক. ভূ-গর্ভস্থ ও ভূ-পৃষ্ঠের বিভিন্ন শিলায় ভাঙন ও বিচ্যুতিজনিত গতিশক্তি
খ. তাপ শক্তি
গ. বিকীর্ণ সিসমিক শক্তি
এই তিন ধরনের শক্তির যোগফলকে রিখটার স্কেল দশভিত্তিক লগারিদমে প্রকাশ করে।





আন্তর্জাতিক প্ল্যাস্টিক ব্যাগ মুক্ত দিবস
আর্থ ওভারশুট ডে
আন্তর্জাতিক গ্রহাণূ দিবস
বিশ্ব কচ্ছপ দিবস
বিশ্ব বাঘ দিবস
বিশ্ব মহাকাশ সপ্তাহ
পাই (π) দিবস
কর্কটক্রান্তি দিবস
বিশ্ব ওজোন দিবস
বিশ্ব মহাসাগর দিবস 