

বৃহস্পতিবার ● ২৬ এপ্রিল ২০১২
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ » মস্তিস্কের ডান অংশ আধ্যাত্মিক চিন্তার জন্য দায়ী
মস্তিস্কের ডান অংশ আধ্যাত্মিক চিন্তার জন্য দায়ী
বিজ্ঞানীরা অনেক দিন ধরেই ধারণা করে আসছিলেন যে মানব মস্তিস্কের কোন নির্দিষ্ট অঞ্চল ‘ঈশ্বর ছাপ’ রয়েছে, যা মানব মনে আধ্যাত্মিকতার জন্ম দেয়। সম্প্রতি মিসৌরি বিশ্ববিদ্যালয়ের গবেষক দল এবিষয়ে গবেষণাটি সম্পন্ন করেছেন। তারা দেখিয়েছেন আধ্যাত্মিকতা একটি জটিল ঘটনা এবং মস্তিষ্কের কিছু অংশ মানুষের মনে আধ্যাত্মিকতার ধারণাকে নিয়ন্ত্রণ করে।
সম্ভবত মস্তিষ্কের ডান অংশ থেকেই আধ্যাত্মিকতা নিয়ন্ত্রিত হয় পূর্বের এমন একটি গবেষণালব্ধ ধারণা থেকেই বিজ্ঞানীরা নতুন এই গবেষণায় রত হয়েছিলেন। এবার তারা মস্তিষ্কের সেই অংশটিই নির্দিষ্টভাবে খুঁজে পেয়েছেন।
মিসৌর বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হেলথ প্রফেশনসের মানসিক স্বাস্থ্য বিষয়ের অধ্যাপক ব্রিক জনস্টোন জানান, ‘আমরা আধ্যাত্মিকতার জন্য নিউরো-সাইকোলজিক্যাল একটি ভিত্তি খুঁজে পেয়েছি। তবে আধ্যাত্মিকতা একটি সক্রিয় ধারণা যা মস্তিস্তের ঠিক একটি নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ নয়। মস্তিষ্কের ডান অংশে এর অবস্থান।’
সূত্র: ডেইলি মেইল।