মঙ্গলবার ● ৫ জুন ২০১৮
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ: প্রকৃতি ও পরিবেশ » নিপা ভাইরাস - আতঙ্ক ছড়িয়ে পড়ছে ভারতে
নিপা ভাইরাস - আতঙ্ক ছড়িয়ে পড়ছে ভারতে
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ভারতের কেরালায় সম্ভাব্য মহামারী সৃষ্টি হতে পারে নিপা ভাইরাস এর কারণে। এ পর্যন্ত মস্তিষ্কের ক্ষতি করতে সক্ষম নিপা ভাইরাস এ আক্রান্ত হয়েছেন অন্তত ১৮ জন, তার মধ্যে ১৭ জন মারা গিয়েছেন।
সাধারণত দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ফলখেকো বাদুড়দের মধ্যে নিপা ভাইরাস বসবাস করে, মানুষের মধ্যে এর সংক্রমণ হয় যখন মানুষ বাদুড়ের শারীরিক তরল পদার্থের সংস্পর্শে আসে। এখন পর্যন্ত এই ভাইরাস এর কোনো প্রতিষেধক বা টিকা আবিষ্কৃত হয়নি।
অলাভজনক গবেষণা দল ইকোহেলথের মতে, ভাইরাসটি যদি ভারতের বাইরে ছড়িয়ে পরে তাহলে সবার প্রথমে আক্রান্ত হবে দুবাই, কারণ বহু ভারতীয় মানুষ দুবাইতে কাজ করেন।
নিপা ভাইরাস সংক্রমণের উপসর্গগুলো অনেকটা ফ্লু সংক্রমণের মতো - শুরুতে জ্বর, শরীরে ব্যথা এবং বমি, পরবর্তীতে হঠাৎ শ্বাসযন্ত্রের সমস্যা এবং এনসেফালিটিস বা মস্তিষ্কের প্রদাহ শুরু হতে পারে। এ ভাইরাস এর উত্তরজীবী রোগীদের অনেকের নিউরোলোজিক্যাল সমস্যাগুলো থেকে গেছে, যেমন পরিবর্তিত ব্যাক্তিত্ব।
ভাইরাসটি প্রথম শনাক্ত হয়েছিল ১৯৯৮ সালে মালয়েশিয়ার শূকর পালকদের মাঝে, সে সময় ১০০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছিলো আর তার সূত্র ধরে ১০ লক্ষের বেশি শূকর নিধন করা হয়েছিল। এখনো প্রায় প্রতি বছর বাংলাদেশে এই ভাইরাসজনিত ঘটনা ঘটে।
সূত্র: দা নিউ ইয়র্ক টাইমস
বিষয়: #নিপা ভাইরাস