বৃহস্পতিবার ● ১০ মে ২০১৮
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ: প্রকৃতি ও পরিবেশ » চরম আবহাওয়ায় বাদুড়ের বিপর্যয়
চরম আবহাওয়ায় বাদুড়ের বিপর্যয়
বিজ্ঞানীরা পর্তুগালের বাদুড়দের নিয়ে আশঙ্কা প্রকাশ করেছন। এ বছর কিছু বাদুড় একেবারেই শীতনিদ্রায় যায়নি, আবার কয়েকটা বাদুড় ছানার জন্ম দিয়েছে সময় হবার আগেই।
বাদুড়, পাখি আর অন্যান্য বন্যজীবের উপর বিশ্ব উষ্ণায়ন অনিশ্চিত প্রভাব ফেলবে- প্রচলিত ভয়ের মধ্যে যোগ হলো এই তথ্যটিও।
যেইসব বাদুড়ছানা সময় হবার আগেই জন্মেছে তাদের খাদ্যসংস্থানে সমস্যা হতে পারে।
“ঋতুনিভর জীবনচক্রে অমিল দেখা দিচ্ছে”, বললেন ইউনিভার্সিটি অফ পোর্তোর ড. হুগো রেবেলো। তিনি বিভিন্ন ভুমধ্য বাদুড় প্রজাতির উপর আবহাওয়া পরিবর্তনের প্রভাব নিয়ে গবেষণা করছেন।
“সাধারনত বাদুড়ের জন্ম পোকামাকড়ের বিস্তারের সময় হয়। এতে করে যখন বাদুড়রা ছানার জন্ম দেয়, তখন চারপাশে তাদের নিজেদের জন্য এবং বাচ্চাদের জন্য পর্যাপ্ত পোকামাকড় থাকে খাবার হিসাবে। এখনকার শীত এবং বসন্তকালে যেইরকম এলোমেলো আবহাওয়া, তাতে এই জীবনচক্রের ছন্দে পরিবর্তন আসতে পারে।”
পর্যাপ্ত খাবারের অভাব হলে বাদুড় ছানারা অপুষ্টির শিকার হতে পারে, তাদের মৃত্যুহার আশংকাজনক ভাবে বেড়েও যেতে পারে।
“আমরা সম্পূর্ণ অন্ধকারে আছি” বললেন ড. রেবেলো, “এখনো আমরা জানিনা এই শীতনিদ্ৰার অভাব বাদুড়ের জন্য ভালো নাকি মন্দ।শীতনিদ্রায় না যাবার জন্য বাদুড়দের ওজন বেড়ে তাদের সন্তান জন্ম দেয়ায় আরো উপযোগী করবে নাকি অকালে ছানার জন্ম দিবে যারা বসন্তের বৃষ্টির সাথে পরিচিত না এবং খাদ্যসংস্থানের অভাবে ভোগান্তিতে পরবে।”
তিনি আরো বলেন গত কয়েক দশকে বাদুড়ের আবাসের তাপমাত্রা বেড়েছে ৬ থেকে ৮ ডিগ্রী।
তাপমাত্রার পরিবর্তন বাদুড়ের শীতনিদ্রায় বিভিন্ন পরিবর্তন এনে দিতে পারে - শীতনিদ্ৰার দৈর্ঘ্য এবং সময়কাল, বাদুরশিশুর জন্মের সময়, এমনকি কী ধরণের পোকামাকড় বাদুড়ের জন্য সহজলভ্য হবে তারও।
৪ মে, ২০১৮
সূত্র: বিবিসি