শনিবার ● ১২ মে ২০১৮
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ: বাংলাদেশ প্রবাহ » মহাকাশে বাংলাদেশের কৃত্রিম উপগ্রহ : বঙ্গবন্ধু-১
মহাকাশে বাংলাদেশের কৃত্রিম উপগ্রহ : বঙ্গবন্ধু-১
বিশ্বের ৫৭ তম দেশ হিসেবে মহাকাশে নিজস্ব কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু-১’ উৎক্ষেপণের মাধ্যমে বাংলাদেশ জায়গা করে নিল মহাকশের সীমানায়। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে কৃত্রিম উপগ্রহটি আজ বাংলাদেশ সময় দিবাগত রাত ২টা ১৪ মিনিটে মহাশূণ্যে যাত্রা করে।
এর আগে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোররাত ৩টা ৪৭ মিনিটে বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণের জন্য চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল। কিন্তু রকেটের যাত্রা শুরু হওয়ার শেষ মিনিটে এসেই কারিগরি ত্রুটির কারণে তা স্থগিত করা হয়।
বঙ্গবন্ধু-১ কৃত্রিম উপগ্রহের মূল অবকাঠামো তৈরি করেছে ফ্রান্সের মহাকাশ সংস্থা থ্যালেস অ্যালেনিয়া স্পেস। এটি তৈরির কাজ শেষে গত ৩০ মার্চ এটি উৎক্ষেপণের জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পাঠানো হয়। সেখানে আরেকটি মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্সের ‘ফ্যালকন-৯’ রকেটে করে কৃত্রিম উপগ্রহটি মহাকাশে যাত্রা শুরু করে।
বঙ্গবন্ধু-১ কৃত্রিম উপগ্রহটি ‘জিওস্টেশনারি কমিউনিকেশন স্যাটেলাইট’ অর্থাৎ পৃথিবীর ঘূর্ণনের সঙ্গে সঙ্গে এটি মহাকাশে ঘুরতে থাকবে। এই কৃত্রিম উপগ্রহের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট ও টেলিযোগাযোগ সেবার সম্প্রসারণ করা সম্ভব হবে। দুর্যোগ পরিস্থিতি মোকাবিলা ও ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ হবে। কৃত্রিম উপগ্রহভিত্তিক টেলিভিশন সেবা ডিটিএইচ (ডিরেক্ট টু হোম) ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার কাজেও একে ব্যবহার করা যাবে।
সূত্র: স্পেস এক্স
১২ মে, ২০১৮
কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট সম্পর্কে আরও জানতে দেখুন।