শনিবার ● ৮ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ: বাংলাদেশ প্রবাহ » ইলিশের জীন নকশা উদঘাটন: বাংলাদেশের বিজ্ঞানীদের সাফল্য
ইলিশের জীন নকশা উদঘাটন: বাংলাদেশের বিজ্ঞানীদের সাফল্য
বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ মাছের জেনোম সিকোয়েন্স বা জীন নকশা উদঘাটন করেছে বাংলাদেশের বিজ্ঞানীদের দুটি দল। পৃথকভাবে গবেষণায় এই সাফল্য অর্জিত হয়েছে। ইলিশের জীন নকশার কাজটি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষক ড. হাসিনা খানের নেতৃত্বে একটি গবেষক দল। এ ছাড়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামসুল আলমের নেতৃত্বে আরেকটি গবেষক দলও ইলিশের জীন নকশা উদঘাটন গবেষণায় সফলতা পেয়েছে বলে দাবি করা হয়।
মূলত যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে একটি নতুন প্রজন্মের ডিএনএ বিন্যাস প্রযুক্তি প্রতিষ্ঠানে কর্মরত বাংলাদেশী বিজ্ঞানী ড. মং সানু মারমার উদ্যোগে গবেষণাটি শুরু করা হয়। বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় গবেষণাটি সম্পন্ন করা হয়। গবেষকগণ আশা প্রকাশ করছেন এই সফলতা দেশের ইলিশের উৎপাদন বৃদ্ধি ও মান বাড়াতে ভূমিকা রাখবে।