সোমবার ● ২৯ জুন ২০১৫
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ: বাংলাদেশ প্রবাহ » সরাসরি সম্প্রচারে সক্ষম যোগাযোগ মাধ্যম ‘ইয়াকসি’
সরাসরি সম্প্রচারে সক্ষম যোগাযোগ মাধ্যম ‘ইয়াকসি’
বাংলাদেশী-আমেরিকান প্রকৌশলী শাহ্ তালুকদার তার মেয়ের বিষয়ে খানিকটা চিন্তিতই ছিলেন, যখন ৪ বছর আগে বা্ংলাদেশে মেয়ে লাইলা সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য ভাষা শিক্ষার কোচিং চালু করেছিলেন। কারণ লাইলা যখন আমেরিকায় অবস্থান করবেন তখন কিভাবে বাংলাদেশের শিক্ষার্থীদের সাথে যোগাযোগ রাখবেন। এই বিষয়টি ভেবেই শাহ তালুকদার পরস্পরের সাথে দূরত্ব ঘুচাতে উদ্ভাবন করলেন অনন্য বৈশিষ্ট্যের সরাসরি সম্প্রচারে সক্ষম যোগাযোগ মাধ্যম ‘ইয়াকসি’(YakSee)। এই সার্ভিসটি ব্যবহার করে বিশ্বের যেকোনো স্থান থেকে যে কেউ পরস্পরের সাথে লাইভ ব্রডকাস্টিং সেশনে অংশ নিতে পারবে। এজন্য প্রয়োজন শুধু ইন্টারনেট সংযোগ সুবিধা এবং প্রয়োজনীয় ডিভাইস।
ক্যালিফোর্নিয়ার লস গাতোসে অবস্থিত শাহ্ তালুকদারের নিজস্ব প্রতিষ্ঠান “ইয়াকসি”র নামানুসারেই ব্রডকাস্টিং সার্ভিসটির নাম ইয়াকসি রাখা হয়েছে। কয়েক মাসের মধ্যে এটি সাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেয়া হবে তবে বর্তমানে এটি সীমিত সংখ্যক জনগণের কাছে মুক্ত করা হবে। আর সেটি হতে চলেছে বাংলাদেশেই। পরীক্ষা নিরীক্ষার পর এক বা দুই মাসের ভেতর ইয়াকসিকে ফ্রি ডাউনলোডের জন্য উন্মুক্ত করে দেওয়ার পরিকল্পনা চলছে এর উদ্যোক্তাদের। ডেভেলপারদের মতে, ইউটিউবের পর এটিই হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ভিডিও ব্রডকাস্টিং সার্ভিস। আর গুগল হ্যাংআউট, ভাইবার, হোয়াটসঅ্যাপ, স্কাইপি থেকে এটি হবে অনন্য। বাংলাদেশে শিক্ষা ক্ষেত্রে
২৯ জুন, ২০১৫
সূত্র: দ্য ডেইলি স্টার