শুক্রবার ● ২৬ জুন ২০১৫
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ: বিশ্ব পরিক্রমা » ৩০ জুন থেকে সময় বাড়বে এক সেকেন্ড
৩০ জুন থেকে সময় বাড়বে এক সেকেন্ড
চিরচেনা নিয়মে প্রতিদিন সমান ৮৬,৪০০ সেকেন্ড হলেও আগামী ৩০ জুন এর সাথে বাড়তি ১ সেকেন্ড যোগ করে সময় নির্ধারিত হবে। সমন্বিত বৈশ্বিক সময় বা কোঅর্ডিনেটেড ইউনিভার্সেল টাইম (UTC) হলো পারমানবিক সময়, অর্থাৎ শূন্য কেলভিন তাপমাত্রায় একটি উত্তেজিত সিজিয়াম পরমাণুর (১৩৩) এক খোলক থেকে অন্য খোলকে ইলেকট্রন স্থানান্তর বা ৯,১৯২,৬৩১,৭৭০ টি স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে ১ সেকেন্ড বলে। এই হিসাব এতোই সূক্ষ্ম ও নির্ভুল যে তা ১,৪০০,০০০ বছর পর্যন্ত অপরিবর্তিত।
সৌর দিন বলতে পৃথিবীর আহ্নিক গতিকে বোঝান হয়, যা ৮৪,৪০০.০০২ সেকেন্ড দীর্ঘ। পৃথিবী, চাঁদ ও সূর্যের মধ্যে অভিকর্ষজ বলের প্রভাবে পৃথিবীর আহ্নিক গতি ক্রমশ হ্রাস পাচ্ছে। তবে এই পার্থক্য ২ মিলি সেকেন্ড বা সেকেন্ডের দুই হাজার ভাগের একভাগ মাত্র, কিন্তু প্রতিদিন এই সময়ের পার্থক্যের পুনরাবৃত্তি বছর শেষে গনণাযোগ্য হয়ে দাড়ায়। বিজ্ঞানীরা ১৮২০ সালের দিকে এটি হিসেব করে বের করেন।
আদর্শ সময় বলতে আমরা ‘ইউনিভার্সেল টাইম ১’ (UT1) ধরে থাকি, যা পৃথিবীর ঘূর্নণ গতির সাথে সম্পর্কিত। কিন্তু কোঅর্ডিনেটেড ইউনিভার্সেল টাইম সিজিয়াম পরমানুর সাপেক্ষে নির্ধারিত। তাই এই দুই ধরনের এককে কিছুটা সূক্ষ্ম পার্থক্য থেকেই যায়। তাই সময়ের এই পার্থক্য ঘোচাবার জন্য লিপ সেকেন্ড যোগ করা প্রয়োজন হয়। আগামী ২০১৫ সালের ৩০ জুন তেমনি রাত ২৩:৫৯:৫৯ এর পরে যথারীতি ০০:০০:০০ না হয়ে ২৩:৫৯:৫৯ থেকে প্রথমে ২৩:৫৯:৬০ এবং তার পরে ০০:০০:০০ হবে। ফলে অনেক সিস্টেমই ১ সেকেন্ডর জন্য স্তব্ধ হয়ে পড়বে। ১৯৭২ সাল থেকে বিজ্ঞানীরা লিপ সেকেন্ড যোগ করা শুরু করেন, এর পূর্বে অন্য উপায়ে সময় সমন্বয় করা হতো।
২৬ জুন, ২০১৫
সূত্র: নাসা