বুধবার ● ২৪ জুন ২০১৫
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ: মহাকাশ » দূরবর্তী নিউট্রন তারার সন্ধান
দূরবর্তী নিউট্রন তারার সন্ধান
জ্যোতির্বিজ্ঞানীরা নাসা’র চন্দ্র এক্স-রে অবজারভেটরির সহায়তায় আলোক প্রতিধ্বণির মাধ্যম বৃহত্তম ও উজ্জ্বলতম একটি বলয়ের সেট আবিস্কার করেছেন। এই অসাধারণ বলয়ের সৃষ্টি হয়েছে নিউট্রন তারার গাঢ় আলোক উজ্জ্বলতা থেকে। মিল্কিওয়ে গ্যালক্সির ভেতর দিয়ে পৃথিবী থেকে তারাটির দূরত্ব নির্ধারণে বিজ্ঞানীরা এই আবিস্কার কাজে লাগাতে পারবেন।
সার্সিনাস এক্স-১ সিস্টেমকে ঘিরে এই বলয় দৃষ্টিগোচর হয়। সার্সিনাস এক্স-১ হচ্ছে দ্বৈত তারা সিস্টেম যা মিল্কিওয়ে গ্যালাক্সির সমতলে অবস্থান করে নিউট্রন তারা ধারণ করে আছে। নিউট্রন তারা অন্য একটি ভারী তারা কক্ষপথে রয়েছে, এটি আন্তনাক্ষত্রিক গ্যাসীয় মেঘের পাতলা আবরেণে আচ্ছাদিত। অধিক শক্তিসম্পন্ন কণার আধার হিসেবে সার্সিনাস এক্স-১ কাজ করছে।
গবেষকরা ধারণা করছেন ২০১৩ সালের শেষ দিকে সার্সিনাস এক্স-১ থেকে এক্স-রে নিঃসরণের প্রতিধ্বনিই এই বলয়। মহাজাগতিক দূরত্ব পাড়ি দেয়ার কারণে এই বলয় পৃথিবী থেকে দৃষ্টিগোচর হতে এক থেকে তিনমাস সময় লাগে। বিজ্ঞানীদের ধারণা আলোর প্রায় ৯৯.৯% গতিতে এই সিস্টেমে অধিক শক্তিসম্পন্ন কণা প্রবাহিত হয়। কোন নাক্ষত্রিক সিস্টেমে ব্লাক হোল থাকায় বিজ্ঞানীরা প্রায়শ্ই যে আচরণ লক্ষ করেন সেই একইভাবে নিউট্রন তারা ধারণকৃত সার্সিনাস এক্স-১ সিস্টেমেও তারা লক্ষ্য করেছেন। সম্প্রতি অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নালে এই তথ্য প্রকাশ করা হয়।
২৪ জুন, ২০১৫
সূত্র: নাসা