বুধবার ● ২৪ জুন ২০১৫
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ: মহাকাশ » চ্যারনের অন্ধকার মেরুর খোঁজ দিল নিউ হরাইজন
চ্যারনের অন্ধকার মেরুর খোঁজ দিল নিউ হরাইজন
বামন গ্রহ প্লুটোর পানে ধেয়ে চলা নাসা’র নিউ হরাইজন মহাকাশযান পৃথিবীতে একের পর এক ছবি প্রেরণ করে চলেছে, যা বিজ্ঞানীদের প্লুটো সম্পর্কে অনেক অজানা তথ্য সরবরাহ করছে। নিউ হরাইজন তার ‘টেলিস্কোপিক লং রেঞ্জ রিকনিসন্স ইমেজার’ বা লরি এর মাধ্যমে গত ২৯ মে থেকে ১৯ জুন পর্যন্ত যেসব ছবি পাঠিয়েছে তাতে প্লুটো ও তার বড় উপগ্রহ চ্যারনকে আগের থেকে দ্বিগুন বড় আকারে দেখা সম্ভব হচ্ছে। নিউ হরাইজন যতই প্লুটোর গোলোর্ধের কাছাকাছি পৌঁছাচ্ছে বিজ্ঞানীরা তত বৈচিত্র্য খুজেঁ পাচ্ছেন। সম্প্রতি বিজ্ঞানীরা চ্যারনের রহস্যময় অন্ধকার মেরু’র সন্ধান পেয়েছেন, যা অন্ধকারাচ্ছন্ন এলাকা সদৃশ। বিজ্ঞানীরা এখনো সঠিকভাবে এর কারণ বের করতে পারেননি। আশা করা যাচ্ছে নিউ হরাইজন মিশন প্লুটো সম্পর্কে আরও বিস্তারিত তথ্য সরবরাহ করবে। নিউ হরাইজন গত ১০ বছর ধরে সেকেন্ড ১৪ কিলোমিটার গতিতে প্লুটোর পানে ছুটে চলেছে।
২৪ জুন ২০১৫
সূত্র: নাসা
বিষয়: #চ্যারন #নিউ হরাইজন #প্লুটো #লরি