বৃহস্পতিবার ● ৬ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » অর্জন/সাফল্য » রক্ত পরীক্ষাতেই শনাক্ত করা যাবে ক্যান্সারের অস্তিত্ব: সাফল্য বাংলাদেশের গবেষকদের
রক্ত পরীক্ষাতেই শনাক্ত করা যাবে ক্যান্সারের অস্তিত্ব: সাফল্য বাংলাদেশের গবেষকদের
শুধুমাত্র রক্ত পরীক্ষা করেই জানা যাবে শরীরে ক্যান্সারের অস্তিত্ব রয়েছে কিনা। এই সাফল্য দেখিয়েছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকগণ। গত ৫ সেপ্টেম্বর ২০১৮ রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শাবিপ্রবিতে উদ্ভাবিত ক্যান্সার শনাক্তকরণ প্রযুক্তি সম্পর্কে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এই প্রযুক্তি উদ্ভাবনে ২৫ সদস্যের গবেষণা টিম কাজ করে এবং এর নেতৃত্বে ছিলেন শাবিপ্রবির পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ইয়াসমিন হক।
গবেষকদের উদ্ভাবিত পদ্ধতিতে দেশেই পাঁচশত টাকার মধ্যে খুবই অল্প সময়ে রক্ত পরীক্ষা করেই ক্যান্সারের অস্তিত্ব নিশ্চিত হওয়া যাবে। নন-লিনিয়ার অপটিকস ব্যবহার করে রক্তের এই পরীক্ষাটি করা হবে। ইতোমধ্যে গবেষকরা তাদের উদ্ভাবনের স্বত্ব-এর আবেদন করেছেন বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অফিসে এবং বিজ্ঞান জার্ণালে তা প্রকাশের চেষ্টা করছেন। গবেষকদের ধারণা ক্যান্সার শনাক্তকরণের এই পদ্ধতি চিকিৎসা সেবায় নতুন দ্বার উন্মোচন করবে।