

মঙ্গলবার ● ৪ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ: মহাকাশ » নিউ হরাইজন মহাকাশযান তার পরবর্তী লক্ষ্যের ছবি পৃথিবীতে পাঠিয়েছে
নিউ হরাইজন মহাকাশযান তার পরবর্তী লক্ষ্যের ছবি পৃথিবীতে পাঠিয়েছে
নয় বছর ধরে প্রায় ৫০০ কোটি কিলোমিটার পথ পাড়ি দিয়ে সৌরজগতের বামন গ্রহ প্লুটোকে প্রথমবারের মত পরিভ্রমণ শেষে নিউ হরাইজন মহাকাশযান তার পরবর্তী লক্ষ্য আলটিমা থুলে বা 2014 MU69 গ্রহাণুকে সামনে রেখে মহাকাশে পাড়ি দিচ্ছে। প্রথমবারের মতো এই গ্রহাণুটির ছবি পৃথিবীতে পাঠিয়েছে নিউ হরাইজন। গ্রহাণুটি প্লুটো থেকে প্রায় ১৬ কোটি কিলোমিটার দূরে অবস্থিত, যা পৃথিবী থেকে সূর্যের দূরত্বের কাছাকাছি।
মহাকাশযানটির পাঠানো ছবিটি মহাজাগতিক রেকর্ড গড়েছে, কারণ ছবিটি পৃথিবী থেকে প্রায় ৬০০ কোটি কিলোমিটার দূরে তোলা, এতোদূরের ছবি এর আগে কখনোই তোলা সম্ভব হয়নি। তবে ১৯৯০ সালে এর থেকে সামান্য কিছুটা কম দূরত্বে থেকে ভয়েজার-১ মহাকাশযান পৃথিবীর ছবি তুলেছিল, যা ‘পেল ব্লু ডট’ নামে পরিচিত।
ধারণা করা হয় আলটিমা থুলে বা 2014 MU69 গ্রহাণুটি কুইপার বেল্টে অবস্থিত, যা ৪৬০ কোটি বছর পূর্বে গ্রহদের সৃষ্টির সময়ে অবশিষ্ট থাকা জমাটবদ্ধ কাঁকড়ের পিন্ড। বিজ্ঞানীরা আশা করছেন নিউ হরাইজন গ্রহাণু পৃষ্ঠের রাসায়নিক গঠন নিরূপণ করতে সাহায্য করবে, যা থেকে সৌরজগতের উৎপত্তি সম্পর্কে তথ্য মিলবে।