মঙ্গলবার ● ১৪ জুলাই ২০১৫
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ: মহাকাশ » প্লুটোর দ্বারপ্রান্তে নিউ হরাইজন
প্লুটোর দ্বারপ্রান্তে নিউ হরাইজন
৮৫ বছর পূর্বে প্লুটো গ্রহ আবিস্কারের পর থেকে এই প্রথমবারের মতো কোন নভোযান এই বামন গ্রহের সর্বনিকটে অবস্থান করবে। ১৪ জুলাই, ২০১৫ বাংলাদেশ সময় বিকাল ৫:৪৯ মিনিটে নাসা’র নিউ হরাইজন মহাকাশযান প্লুটোর সর্ব নিকটে অবস্থান করবে। এসময় নভোযানটি প্লুটো থেকে মাত্র ১২,৫০০ কি.মি. দূরে অবস্থান করবে।
বিকাল ৫:৩০ থেকে নাসা টিভিতে এর লাইভ দেখানো হবে। নিউ হরাইজন প্লুটো দর্শনের মধ্যে দিয়ে কোন দ্বার উন্মোচন করবে সেই অপেক্ষায় রয়েছেন বিজ্ঞানীরা।
১৪ জুলাই, ২০১৫
সূত্র: নাসা