মঙ্গলবার ● ২১ জুলাই ২০১৫
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ: পদার্থবিদ্যা » ওয়েইল ফার্মিয়ন কণার সন্ধান দিলেন বাংলাদেশী বিজ্ঞানী
ওয়েইল ফার্মিয়ন কণার সন্ধান দিলেন বাংলাদেশী বিজ্ঞানী
১৯২৯ সালে বিজ্ঞানী হারম্যান ওয়েইল ফার্মিয়নের একটি উপদলের অস্তিত্বের বিষয়ে বলেছিলেন, যা ভরহীন। এর পূর্বে ফার্মিয়নের আরও দুইটি উপদল ডিরাক ও মাইওরানা এর অস্তিত্ব পাওয়া যায়, কিন্তু তৃতীয় আরেকটি কণা যা হারম্যান ওয়েইল এর নামানুসারে ওয়েইল ফার্মিয়ন নামে পরিচিত, সেটির অস্তিত্ব রয়েছে বলে বিজ্ঞানীরা নিশ্চিত করলেও বাস্তবে তা অধরাই থেকে যায়। ক্ষুদ্র কণা নিউট্রিনোকে কখনো কখনো ওয়েইল ফার্মিয়ন বলে দাবি করা হলেও ১৯৯৮ সালে জানা যায় নিউট্রিনোর ভর রয়েছে। এরপর থেকে ওয়েইল ফার্মিয়ন সম্পর্কে আর কোন হদিস মেলেনি। দীর্ঘ ৮৫ বছর পর সেই প্রতীক্ষিত কণাটি আবিস্কৃত হলো একজন বাঙালী বিজ্ঞানীর হাত ধরে।
যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের গবেষণা দলটির নেতৃত্ব দেন বাংলাদেশের পদার্থবিজ্ঞানী জাহিদ হাসান। গত ১৬ জুলাই, ২০১৫ তারিখে বিজ্ঞান জার্নাল সায়েন্স-এ এই তথ্য প্রকাশিত হয়। এর পূর্বে বোসন কণা আবিস্কারে অবদান রেখেছিলেন বাংলাদেশের তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু।
ওয়েইল ফার্মিয়ন ম্যাটার এবং এন্টিম্যাটার উভয় রকম আচরণ প্রদর্শন করে। জাহিদ হাসান phys.org কে জানান, ওয়েইল ফার্মিয়ন খুবই অদ্ভুতুরে আচরণ করে, এই কণা থেকে অনেক কিছুই ঘটতে পারে যা এখনই আপনি কল্পনা করতে পারবেন না। তিনি বলেন, ওয়েইল ফার্মিয়ন কণাকে পাওয়া গেছে সিনথেটিক ধাতব ক্রিস্টাল ট্যান্টানাম আর্সেনাইড এর মধ্যে এবং কেলাসেই কেবল এটি পাওয়া যায়। হাসানের মতে, ওয়েইল ফার্মিয়নের অস্তিত্ব প্রমাণের মাধ্যমে দ্রুতগতির এবং অধিকতর দক্ষ নতুন যুগের ইলেকট্রনিকসের সূচনা হবে। কারণ এটি ইলেকট্রনের মতো পথ চলতে গিয়ে ছড়িয়ে পড়ে না।
২১ জুলাই, ২০১৫
সূত্র: phys.org