সর্বশেষ:
ঢাকা, এপ্রিল ২৯, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

cosmicculture.science: বিজ্ঞানকে জানতে ও জানাতে
মঙ্গলবার ● ২৯ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ: প্রকৃতি ও পরিবেশ » আগামী দশ বছরের মধ্যে বিলুপ্ত হয়ে যেতে বোর্নিয়ান ওরাংওটাং: আশঙ্কা বিজ্ঞানীদের
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ: প্রকৃতি ও পরিবেশ » আগামী দশ বছরের মধ্যে বিলুপ্ত হয়ে যেতে বোর্নিয়ান ওরাংওটাং: আশঙ্কা বিজ্ঞানীদের
৮৫৬ বার পঠিত
মঙ্গলবার ● ২৯ জানুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আগামী দশ বছরের মধ্যে বিলুপ্ত হয়ে যেতে বোর্নিয়ান ওরাংওটাং: আশঙ্কা বিজ্ঞানীদের

ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় বন সংরক্ষণের ব্যবস্থা নেওয়া না হলে সেখানে বসবাসরত ওরাংওটাং আগামী দশ বছরের মধ্যে বিলুপ্ত হয়ে যেতে পারে
ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় বন সংরক্ষণের ব্যবস্থা নেওয়া না হলে সেখানে বসবাসরত ওরাংওটাং আগামী দশ বছরের মধ্যে বিলুপ্ত হয়ে যেতে পারে বলে আশঙ্কা করেছেন বন্যপ্রাণী সংরক্ষণের একটি দাতব্য সংস্থা।
ওরাংওটাং-এর মাত্র দুইটি প্রজাতি রয়েছে - বোর্নিয়ান ওরাংওটাং ও সুমাত্রান ওরাওটাং। গত মাসে আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) আনুষ্ঠানিকভাবে বোর্নিয়ান ওরাংওটাং-কে প্রকৃতিতে দুর্লভ হিসেবে অফিসিয়ালি তালিকাভুক্ত করেছে। মাত্র ২৫ বছরে ইন্দোনেশিয়ার বনগুলির এক চতুর্থাংশেরও বেশি - প্রায় ৭৬০ লক্ষ একর, যা জার্মানির প্রায় একটি অংশ - সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে গেছে।
এর প্রধান কারণ হল পাম তেলের চাষের পথ তৈরির জন্য জমি পরিষ্কার করা। পিৎজা, নুডলস, ডোনাট, টুথপাস্ট, শ্যাম্পু এবং বায়োডিজেল সহ বিভিন্ন ভোক্তা পণ্য তৈরিতে এই তেল ব্যবহার করা হয়। এই বছরের শুরুর দিকে গ্রিনপিস অভিযোগ তোলে পেপসিকো, জনসন অ্যান্ড জনসন এবং কোলগেট-পামোলিভের মতো প্রধান ব্র্যান্ডগুলো তাদের পণ্যে এই জমি থেকে উৎপাদিত পাম তেল নেই বলে নিশ্চিত করতে ব্যর্থ হন।
বোর্নিওতে উদ্ধার তৎপরতা কেন্ত্র ইন্টারন্যাশনাল এ্যানিমেল রেসকিউ (আইএআর) নামক দাতব্য সংস্থার প্রধান নির্বাহী অ্যালান নাইট ওরাংওটাং-কে “বিলুপ্তির প্রান্তে” বলে সতর্ক করেছেন। তিনি বলেন, “যদি চিরহরিৎ বনাঞ্চলের বর্তমান ধ্বংস অব্যাহত থাকে, তবে আমার কোন আশা নেই যে অরঙ্গুটান বন্যপ্রাণী হিসেবে টিকে থাকবে।”
বনে আগুন লাগার ঘটনা প্রাকৃতিকভাবেই ঘটে, কিন্তু পাম তেলের চাষে জমিতে অবৈধভাবে কিছু শুরু করা হয়
তারা কতদিন টিকে থাকতে পারে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন “আমরা সম্ভবত ১০ বছর ধরে নিতে পারি যদি আমরা ধ্বংস বন্ধ করতে পারি না। এটি একটি বাস্তব সংগ্রাম এবং আমরা যুদ্ধে হেরে যেতে বসেছি।” বনে আগুন লাগার ঘটনা প্রাকৃতিকভাবেই ঘটে, কিন্তু পাম তেলের চাষে জমিতে অবৈধভাবে কিছু শুরু করা হয়। মি. নাইট বলেন, “আগুনগুলি বেশ ভালই অজুহাত তৈরি করে … হঠাৎ এই এলাকাটিতে তারা পাম তেল উত্পাদন করতে চেয়েছিল, তাই এটি পুড়ে যাওয়ার পরে এখানে কোনকিছুই করার উপযোগী ছিল না, তাই তারা শেষ পর্যন্ত এখানে পাম চাষ শুরু করে”।
বাচ্চাসহ একটি মা ওরাংওটাং-কে প্রায় মৃতপ্রায় অবস্থায় বন থেকে উদ্ধার করা হয়
তিনি বলেন, “কেন্ট, সাসেক্স, হ্যাম্পশায়ার, ডরসেট এবং ডেভনের অর্ধেক” আকারের একটি এলাকা গত বছর একত্রিতভাবে পুড়ে গিয়েছিল মাত্র তিন মাসের মধ্যে। এমনকি দাতব্যের রেসকিউ সেন্টার, যেখানে ক্ষুধার্থ ও ভীত-সন্ত্রস্ত ওরাংওটাংদের বন থেকে নিয়ে আসা হতো সেটিও একটি আগুনে পুড়ে যায়। গত বছর তারা বাচ্চাসহ একটি মা ওরাংওটাং-কে প্রায় মৃতপ্রায় অবস্থায় বন থেকে উদ্ধার করেছিল।
গত মাসে, আইইউসিএন জানায়, বোর্নিয়ান ওরাংওটাং-এর সংখ্যা হ্রাস পাচ্ছে। যেহেতু তাদের বসবাসের বনগুলি পাম, রাবার বা কাগজের গাছপালাতে ধীরে ধীরে হারিয়ে যাচেছ এবং অন্যরা মানুষের দ্বারা মারা যায়। আইইউসিএন এর তথ্য অনুসারে, ১৯৫০ থেকে ২০১০ সালের মধ্যে বোর্নিয়ান ওরাংওটাং-এর সংখ্যার ৬০ শতাংশেরও বেশি কমে যায় এবং ২০২৫ সালের মধ্যে এটি আরও ২২ শতাংশ কমে যেতে পারে।

সূত্র: ইন্ডিপেন্ডেন্ট ইউকে





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
মহাবিশ্বের প্রারম্ভিক অবস্থার খোঁজেজেমস ওয়েব স্পেস টেলিস্কোপের প্রথম রঙীন ছবি প্রকাশ
ব্ল্যাকহোল থেকে আলোকরশ্মির নির্গমন! পূর্ণতা মিলল আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্বের
প্রথম চন্দ্রাভিযানের নভোচারী মাইকেল কলিন্স এর জীবনাবসান
মঙ্গলে ইনজেনুইটি’র নতুন সাফল্য
শুক্র গ্রহে প্রাণের সম্ভাব্য নির্দেশকের সন্ধান লাভ
আফ্রিকায় ৫০ বছর পরে নতুনভাবে হস্তিছুঁচোর দেখা মিলল
বামন গ্রহ সেরেসের পৃষ্ঠের উজ্জ্বলতার কারণ লবণাক্ত জল
রাতের আকাশে নিওওয়াইস ধূমকেতুর বর্ণিল ছটা,আবার দেখা মিলবে ৬,৭৬৭ বছর পরে!
বিশ্ব পরিবেশ দিবস ২০২০
মহাকাশে পদার্পণের নতুন ইতিহাস নাসার দুই নভোচারী নিয়ে স্পেসএক্স রকেটের মহাকাশে যাত্রা