

বুধবার ● ৩০ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ: মহাকাশ » মঙ্গল গ্রহে অপর্চুনিটি রোভারের নিস্তব্ধতা
মঙ্গল গ্রহে অপর্চুনিটি রোভারের নিস্তব্ধতা
গত বছরের জুন মাসে মঙ্গল গ্রহজুড়ে ধুলিঝড়ের পর থেকে নাসা অপর্চুনিটির সাথে যোগাযোগ করতে পারছেনা বলে জানিয়েছে|
২০০৪ সালে মঙ্গলে অবতরণের পর থেকে অসামান্য সাফল্য দেখিয়েছে নাসার অপর্চুনিটি রোভার| রোভারের পাঠানো ভূতাত্ত্বিক চিহ্ন থেকে পাওয়া তথ্য থেকে আমরা জানতে পারি গ্রহটিতে এক সময় পানির অস্তিত্বের কথা| গত জুনে গ্রহটিতে বিশাল ধূলিঝড় হয়, ঝড়ের কারণে যেই আঁধারের সৃষ্টি হয়, তাতে রোভারের সোলার প্যানেল আলোর উৎস না পেয়ে কার্যক্ষমতা হারিয়ে ফেলে|
নাসার বিজ্ঞানীরা আশা করছেন একবার মঙ্গলের আকাশ পরিষ্কার হয়ে এলে রোভারের ব্যাটারী পুনরায় কাজ করতে পারবে, তাই তারা এখনো রোভারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন|
সূত্র: দা নিউ ইয়র্ক টাইমস