বৃহস্পতিবার ● ১২ জুলাই ২০১৮
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ: স্বাস্থ্য ও চিকিৎসা » মাইটোকন্ড্রিয়া ট্রান্সপ্লান্টের মাধ্যমে মৃতপ্রায় অঙ্গ পুনরুদ্ধার
মাইটোকন্ড্রিয়া ট্রান্সপ্লান্টের মাধ্যমে মৃতপ্রায় অঙ্গ পুনরুদ্ধার
বোস্টন শিশু হাসপাতালের চিকিৎসকরা এক নতুন ধরণের ট্রান্সপ্লান্ট প্রণালীর বিকাশ ঘটিয়েছেন যা হৃদযন্ত্ররের সমস্যায় আক্রান্ত শিশুদের নতুন জীবনের আশা দেখাতে পারে। তবে নতুন কোনো অঙ্গ সংযোজন নয়, তার বদলে চিকিৎসকরা শিশুদের নিজস্ব মাংসপেশির কোষ থেকে মাইটোকনড্রিয়া নিয়ে সরাসরি তাদের ক্ষতিগ্রস্ত হৃদযন্ত্রে ট্রান্সপ্লান্ট করেন এবং এই পরীক্ষামূলক কার্যে তারা লক্ষণীয় সুফল পেয়েছেন।
আমাদের শরীরের কোষের ভিতরে মাইটোকনড্রিয়া রয়েছে, এর কাজ কোষকে প্রয়োজনীয় শক্তির যোগান দিয়ে তাকে সচল রাখা। যদি কোনো কারণে কোষে অক্সিজেনের ঘাটতি পরে, তাহলে মাইটোকনড্রিয়ার মৃত্যু ঘটতে পারে, এরপর পুরো কোষের একই অবস্থা হতে পারে| এ ধরণের ক্ষতি হতে পারে হৃদযন্ত্র বন্ধ হয়ে গেলে অথবা দীর্ঘক্ষণ হৃদযন্ত্রে সার্জারি চললে। এমনকি কোষগুলো কোনো ভাবে টিকে গেলেও, এরা অনেক দুর্বল থাকে, যার ফলে হৃদযন্ত্র স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেনা। এযাবৎ চিকিৎসকরা ১১ জন নবজাতক শিশুর উপরে এই মাইটোকন্ড্রিয়া ট্রান্সপ্লান্ট পরীক্ষা চালিয়েছেন, এদের মধ্যে ৮ জন ভালো আছে। সাধারণত এইরকম সমস্যায় যেসব শিশুরা ট্রান্সপ্লান্ট পায়না, তাদের মৃত্যুহার ৬৫%। আর যারা মৃত্যু এড়িয়েছে তাদের কেউই পুরোপুরি স্বাভাবিক হৃদযন্ত্র ফিরে পায়নি, এবং এক তৃতীয়াংশ রোগীর ট্রান্সপ্লান্টের অপেক্ষমান তালিকায় নাম উঠেছে| এ কারণে এই পদ্ধতি যদি সফল হয়, অনেক শিশুর জীবন বাঁচবে আশা করা যায়।
সূত্র: দা নিউইয়র্ক টাইমস
বিষয়: #ট্রান্সপ্লান্ট #মাইটোকন্ড্রিয়া