বুধবার ● ১১ জুলাই ২০১৮
প্রথম পাতা » অতীতের চন্দ্রগ্রহণসমূহ » ২৮ জুলাই ২০১৮: শতাব্দীর দীর্ঘ পূর্ণ চন্দ্রগ্রহণ
২৮ জুলাই ২০১৮: শতাব্দীর দীর্ঘ পূর্ণ চন্দ্রগ্রহণ
২৮ জুলাই, ২০১৮ তারিখে দীর্ঘতম পূর্ণ চন্দ্রগ্রহণ সংঘঠিত হয়। প্রায় ১ ঘন্টা ৪২ মিনিট দীর্ঘস্থায়ী এই চন্দ্রগ্রহণটি বাংলাদেশ থেকে দৃশ্যমান ছিল।
বাংলাদেশে চন্দ্রগ্রহণের সময়সূচি ছিল নিম্মরূপ:
চাঁদের উপচ্ছায়ায় প্রবেশ: রাত ১১:১৪:৪৭ (২৭ জুলাই)
চাঁদের প্রচ্ছায়ায় প্রবেশ: রাত ০০:২৪:২৭ (২৮ জুলাই)
পূর্ণ চন্দ্রগ্রহণ শুরু: রাত ০১:৩০:১৫
সর্বোচ্চ পূর্ণ চন্দ্রগ্রহণ: রাত ০২:২১:৪৪
পূর্ণ চন্দ্রগ্রহণ সমাপ্ত: রাত ০৩:১৩:১১
প্রচ্ছায়া থেকে চাদেঁর বেরিয়ে যাওয়া: ভোর রাত ০৪:১৯:০০
উপচ্ছায়া থেকে চাদেঁর বেরিয়ে যাওয়া: সকাল ০৫:২৮:৩৮
কক্ষপথ পরিভ্রমনের এক পর্যায়ে চাঁদ পৃথিবীকে মাঝখানে রেখে সূর্যের সাথে এক সমতলে এবং এক সরলরেখায় চলে এলে সূর্যের আলো পৃথিবীতে বাঁধা পড়ে চাঁদে পৌঁছতে পারে না। তখনই ঘটে থাকে চন্দ্রগ্রহণ। বিস্তারিত দেখুন ছবিতে।
চন্দ্রগ্রহণ সম্পর্কে বিস্তারিত পড়ুন।