সোমবার ● ২ জুলাই ২০১৮
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ: মহাকাশ » এনসেলাডাসের উপপৃষ্ঠের সমুদ্র থেকে জটিল জৈবিক পদার্থ উদগত হচ্ছে
এনসেলাডাসের উপপৃষ্ঠের সমুদ্র থেকে জটিল জৈবিক পদার্থ উদগত হচ্ছে
ছবি: ক্যাসিনি মহাকাশযান শনির চাঁদ এনসেলাডাসের পৃষ্ঠ থেকে হিমায়িত পদার্থের ধুম উদগত হবার ছবি তুলেছে, ছবিতে মাটির নিচে বিশাল সমুদ্রের অবস্থানের গুরুত্বপূর্ণ প্রমান পাওয়া গেল। গবেষকরা আর্কাইভ তথ্য পর্যালোচনা করে বলছেন ধূমের মধ্যে যৌগিক জৈব পদার্থের অস্তিত্ব মিললো যা বসবাসযোগ্য পরিবেশের আভাস দেয়।
শনিগ্রহের পরিক্রমাকারী নাসার ক্যাসিনির থেকে পাওয়া তথ্য থেকে জানা গেছে শনির ছোট চাঁদ এনসেলাডাস তার ভূপৃষ্ঠের নিচের সমুদ্রের উষ্ণপ্রস্রবন থেকে পৃষ্ঠতলের ফাটল দিয়ে মহাশূন্যে জটিল জৈবিক পদার্থ উদগত করছে, এটা এযাবৎকালের সবচেয়ে শক্তিশালী প্রমান যে উপপরিস্থের সমুদ্র বসবাসযোগ্য প্রবেশ সৃষ্টি করতে পারে।
বরফের টুকরোগুলো ক্যাসিনীর যন্ত্রকে ৩০,০০০ কিমি প্রতি ঘন্টা (১৮,৬০০ মাইল প্রতি ঘন্টা) আপেক্ষিক বেগে আঘাত করে, এতে বড় অণুগুলো ভেঙে যায়, তৈরি করে ২০০ ইউনিটের আণবিক ভরের ভগ্নাংশ।
এরকম বড় জটিল জৈব পদার্থ তৈরি হয় কেবল জটিল রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে, যেসব বিক্রিয়া পৃথিবীতে প্রাণের সৃষ্টি করেছে বলে ধারণা করা হয়।
ছবি: বিজ্ঞানীরা মনে করে শনির চাঁদ এনসেলাডাসের সমুদ্রের তলদেশে অবস্থিত হাইড্রোথার্মাল ভেন্ট জৈবিক পদার্থ সংবহন করে পৃষ্ঠতলে নিক্ষেপ করতে পারে, যা পরবর্তীতে ক্যাসিনীর মাধ্যমে সংগ্রহ করা গেছে| ছবির সূত্র: নাসা
২ জুলাই ২০১৮
সূত্র: অ্যাস্ট্রোনমিনাও.কম
বিষয়: #এনসেলাডাসের উপপৃষ্ঠের সমুদ্র