

সোমবার ● ১১ জুন ২০১৮
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ: মহাকাশ » মঙ্গল গ্রহে মৌসুম ভেদে মিথেন এর পরিবর্তন লক্ষ্য করা গেছে
মঙ্গল গ্রহে মৌসুম ভেদে মিথেন এর পরিবর্তন লক্ষ্য করা গেছে
কিউরিওসিটি রোভার এর এই আবিষ্কার গুরুত্বপূর্ণ কারণ মিথেন গ্যাস এর উৎস খুঁজে পেতে এই তথ্য সাহায্য করবে।
পৃথিবীতে এই গ্যাস এর উৎস সাধারণত জীবতত্ত্বিক নিঃসরণ - যেমন জলাভূমি, ধানের জমি, গবাদি পশু ইত্যাদি থেকে হয়। যদিও এখনো পর্যন্ত মঙ্গল গ্রহের মিথেন এর সাথে প্রাণের কোনো যোগসূত্র মেলেনি, তবে ধারণা করা যায় যে ঋতুভেদে এই গ্যাসের পরিবর্তন কিছুটা আশার আলো দেখাতে পারবে।
“এই প্রথম মঙ্গল গ্রহের মিথেন এর পরিমাপে নিয়মিত পরিবর্তনের তথ্য মিললো”, বললেন ড. ক্রিস ওয়েবস্টার, ইউ এস স্পেস এজেন্সীতে (নাসা) কিউরিওসিটি নিয়ে কাজ করছেন তিনি। “ব্যাপারটা অনেকটা গাড়ির সমস্যা খুঁজে বের করতে চেষ্টার মতো। অবিরামে গোলমাল চললে বুঝা কঠিন, কিন্তু বার বার একই সমস্যা হলে একটা সুযোগ পাওয়া যায় সমস্যাটা বুঝতে।”, বিবিসি নিউজকে জানান তিনি।
রোভিং রোবটিক ল্যাবরেটরি এবং অন্যরা কয়েক বছর ধরে গ্রহটির বায়ুতাড়িত গন্ধ এবং শব্দ নিয়ে গবেষণা করছে। দলটি দেখতে পান যে মঙ্গলের উত্তর গোলার্ধে শীতকালে মিথেন এর ঘনত্ব প্রায় ০.২ পিপিবি এবং গ্রীষ্মকালে প্রায় ০.৬ পিপিবি বেড়ে যায়। দলটির ধারণা ভূগর্ভ থেকে গ্যাসটি নিঃসরিত হচ্ছে, হয়তো জমে থাকা বরফ থেকে, যখন পৃষ্ঠতল একটু উত্তপ্ত হয়ে যায়।
পরিশেষে বলতে হয় যে মঙ্গলের বায়ুমণ্ডলে মিথেন একটি আকর্ষণীয় বিষয়। স্বল্প আয়ুর এই গ্যাস গ্রহটির বায়ুতে নিয়মিত থাকা কোনো একটি উৎসের উপস্থিতি নির্দেশ করে- আর পৃথিবীতে মিথেন এর সাথে জীবনের সম্পর্ক থাকায়, বিজ্ঞানীদের এই মঙ্গোলীয় রহস্য ভেদ করেই ছাড়বে।
সূত্র: বিবিসি নিউজ
বিষয়: #মঙ্গল গ্রহের মিথেন