

বৃহস্পতিবার ● ৭ জুন ২০১৮
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ: মহাকাশ » মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব!
মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব!
নাসার কিউরিওসিটি মঙ্গল গ্রহের ৩০০ কোটি বছরের পুরোনো একটি পাললিক শিলায় প্রাণের জন্য মূল উপাদানের অস্তিত্ব খুঁজে পাওয়ার ঘোষণা দিয়েছে। ৩০০ কোটি বছরের এই পাললিক শিলার গায়ে জৈব অনু পাওয়া গিয়েছে, যেখানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন ও প্রাণের অস্তিত্বের স্বপক্ষে আরও কয়েকটি জৈব অণুর সন্ধান মিলেছে। সাধারণত এই জৈব অণুসমূহ জীববিজ্ঞানের পদ্ধতির প্রমাণ বহন করে। এর থেকেই বিজ্ঞানীরা আশা করছেন যে কোটি কোটি বছর আগে হয়তো প্রাণ ছিল মঙ্গল গ্রহে।
তবে এই জৈব অণুসমূহ জীববিজ্ঞানের পদ্ধতিতে তৈরি নাও হতে পারে। তাই এই পাললিক শিলার খোঁজ যে মঙ্গলে প্রাণের অস্তিত্বের প্রমাণ তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয় বলে জানিয়েছে নাসা।
সূত্র: ন্যাশনাল জিওগ্রাফিক