

বুধবার ● ২৩ মে ২০১৮
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ » জরায়ুতে থাকাকালে বায়ুদূষণের প্রভাবের সাথে সম্পর্ক থাকতে পারে শিশুদের উচ্চরক্তচাপের
জরায়ুতে থাকাকালে বায়ুদূষণের প্রভাবের সাথে সম্পর্ক থাকতে পারে শিশুদের উচ্চরক্তচাপের
গবেষকরা জানিয়েছেন যে শিশুরা মাতৃগর্ভে থাকা সময়ে বায়ুদূষণের প্রভাবে পড়লে পরবর্তীতে উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগতে পারে।
জার্নাল হাইপারটেনশন এর একটি পরীক্ষায়, ১২৯৩ জন গর্ভবতী মায়ের উপর গবেষণা করা হয়। পরীক্ষায় তাদের বাসস্থানের ঠিকানা এবং ওই এলাকার নিকটস্থ বায়ুর গুণমান নির্ণয়ক যন্ত্রের তথ্য মিলিয়ে সেই মায়েরা কতটুকু বায়ুদূষণে প্রকাশিত হয়েছেন তার একটা ধারণা নেন গবেষকরা।
জানামতে ২.৫ পি এম (পার্টিকুলেট ম্যাটার) এর লেভেল এর কণাগুলো এত ছোট যে এরা ফুসফুস এবং রক্তে ঢুকে পড়তে পারে।
গবেষকরা উপরোক্ত পরীক্ষায় দেখতে পান যে এক তৃতীয়াংশ শিশু যাদের শরীরে সর্বনিন্ম পি এম লেভেল ২.৫ এর মাত্রা পাওয়া গেছে, তাদের ৩ থেকে ৯ বছরের মধ্যে উচ্চ রক্তচাপ এর সমস্যায় পড়ার সম্ভাবনা অপর এক তৃতীয়াংশ শিশু যাদের সর্বোচ্চ পি এম লেভেল ২.৫- তাদের থেকে ৬১% বেশি।
যদিও গবেষকরা এর কারণ এখনো ব্যাখ্যা করতে পারেননি, তবে তারা ধারণা করছেন যে বায়ু দূষণের কারণে জরায়ু এবং অমরাতে প্রদাহ সৃষ্টি হতে পারে, উচ্চ রক্তচাপের সাথে এর সম্পর্ক থাকতে পারে।
“শৈশবের উচ্চরক্তচাপ প্রাপ্তবয়স্কালে উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায়, যা বিভিন্ন হৃদযন্ত্রের সমস্যা তৈরি করতে পারে “, জানান নোয়েল টি মুলার, তিনি জন হপকিন্স ব্লুম্বার্গ স্কুল অফ পাবলিক হেলথ এর এপিডেমিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক, তিনি আরো বলেন, “বায়ু দূষণ অকালমৃত্যুর একটি বড় কারণ”।
সূত্র: নিউ ইয়র্ক টাইমস