সোমবার ● ২৭ এপ্রিল ২০১৫
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ: স্বাস্থ্য ও চিকিৎসা » বায়ুদূষণ মস্তিষ্কের গঠন নষ্ট করে
বায়ুদূষণ মস্তিষ্কের গঠন নষ্ট করে
নতুন এক সমীক্ষায় দেখা গেছে বায়ুদূষণের কারণে মস্তিষ্কের গঠন ক্ষতিগ্রস্থ হতে পারে। মধ্যবয়সী ও বয়স্ক ব্যক্তিদের বুদ্ধিমত্তার উপর বায়ুদূষণ ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। সম্প্রতি বোস্টন বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ মেডিসিন ও বেথ ইসরায়েল ডেকোনেস মেডিক্যাল সেন্টারের গবেষকরা যৌথভাবে ৯০০ জনের উপর একটি পরীক্ষা চালিয়ে এই তথ্য জানিয়েছেন।
গবেষকরা দেখেছেন দীর্ঘসময় ধরে বায়ুদূষণের সংস্পর্ষে থাকলে মস্তিষ্কের সামগ্রিক আকৃতি সংকুচিত হয়ে যায়। যানবাহন, কল-কারখানা, পাওয়ার প্লান্ট, কাঠ পোড়া, অটোমোবাইল কারখানা জাত ক্ষতিকর যে সমস্ত পার্টিকল বাতাসে মেশে তারা ফুসফুসের এবং মস্তিষ্কের ব্যপক ক্ষতিসাধন করে।
স্কুল অফ মেডিসিন এর নিউরোলজি’র অধ্যাপক সুধা শেষাধ্রী জানান, যারা রাস্তার কাছাকাছি থাকেন বা বেশিরভাগ সময়টা রাস্তাতেই কাটিয়ে দেন তাঁদের মস্তিষ্কে বায়ূদূষণের ক্ষতিকর প্রভাব সর্বাধিক। এটি ডিমনেশিয়া ও স্ট্রোকেরও কারণ হয়ে দাড়ায়।
সূত্র: বোস্টন বিশ্ববিদ্যালয়
২৭ এপ্রিল, ২০১৫