শনিবার ● ২ মে ২০১৫
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ: মহাকাশ » বুধপৃষ্ঠেই পরিসমাপ্তি মেসেঞ্জারের
বুধপৃষ্ঠেই পরিসমাপ্তি মেসেঞ্জারের
বুধ গ্রহে দশ বছরের অভিযাত্রা শেষে নাসার মহাকাশযান মেসেঞ্জার শেষ পর্যন্ত বুধ গ্রহেই আছড়ে পরে যাত্রার পরিসমাপ্তি ঘটিয়েছে। গত ৩০ এপ্রিল, ২০১৫ তারিখে মহাকাশযানটি ঘন্টায় প্রায় ৮৭৫০ মাইল বেগে বুধের শেক্সপিয়র উপত্যকায় আছড়ে পরে, আর এই সংঘর্ষ বুধগ্রহের পৃষ্ঠে জন্ম দিয়েছে নতুনে একটি ক্র্যাটারের (গর্ত)।
মেসেঞ্জার ২০০৪ সালের ৩ আগস্ট বুধ গ্রহরে উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং ২০১১ সালে বুধের কক্ষপথে প্রবেশ করে। এরপর থেকে টানা ৪ বছর বুধ গ্রহকে ৪,১০৪ বার প্রদক্ষিণ করে পর্যবেক্ষণ চালায় ম্যাসেঞ্জার এবং প্রায় ২৫০,০০০ ছবি প্রেরণ করে। ২০১২ সালের দিকে ম্যাসেঞ্জার বুধের মেরু অঞ্চলে বরফের সন্ধান দেয়।
নাসার সায়েন্স মিশন ডিরেক্টরেটের সহযোগী প্রশাসক জন গ্রান্সফেল্ড জানান, মেসেঞ্জার অভিযান সফল মিশনের থেকেও বেশি কিছু ছিল, আর আমরা সেটাকে উদযাপন করেছি। মেসেঞ্জার মিশন বিজ্ঞানীদের পরবর্তীতে অভিযান পরিচালনার ক্ষেত্রে এবং বুধের অনুৎঘাটিত রহস্য উন্মোচনে তথ্য উপাত্ত দিয়ে সহায়তা করবে।
০১ মে বাংলাদেশ সময় দিবাগত রাত ১.৪০ মিনিটে বিজ্ঞানীরা মেসেঞ্জার থেকে সর্বশেষ সংকেত গ্রহণ করেন। জনস হপকিন্স অ্যাপ্লাইড ফিজিক্স ল্যাবের যন্ত্রবিজ্ঞানী চ্যাবট বলেন, ‘বুধ সম্পর্কে আমরা যা জানতাম, তার যেন সবকিছুই বদলে দিয়েছে মেসেঞ্জার। এখন তো বুধ গ্রহকে নিয়ে নতুন করে বই লিখতে হবে।
সূত্র: নাসা
০২ মে, ২০১৫