বৃহস্পতিবার ● ১ মে ২০১৪
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ: স্বাস্থ্য ও চিকিৎসা » ম্যার্স ভাইরাস: উট থেকেই সংক্রমিত হচ্ছে মানুষে
ম্যার্স ভাইরাস: উট থেকেই সংক্রমিত হচ্ছে মানুষে
উট থেকেই মানুষের শরীরে সরাসরি ম্যার্স ভাইরাস প্রবেশ করে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন। সম্প্রতি সৌদি আরবে ৬৮৮ জন ব্যক্তি ম্যার্স ভাইরাসে আক্রান্ত হয় এবং এর মধ্যে ২৮২ জনের মৃত্যু হয়েছে৷ ধীরে ধীরে এই ভাইরাসের প্রকোপ ইউরোপ, এশিয়া ও উত্তর আমেরিকাতেও ছড়িয়ে পড়ছে৷
এই রোগ সম্পর্কে এত কম তথ্য জানা গেছে, যে তার প্রসার রোধ করাও কঠিন কাজ। ‘নিউ ইংল্যান্ড জার্মান অফ মেডিসিন’ এ প্রকাশিত তথ্য থেকে জানা যায় ২০১৩ সালের নভেম্বর মাসে ম্যার্স ভাইরাসে আক্রান্ত হয়ে এক সৌদি নাগরিক মারা যান। তিনি একটি অসুস্থ উটের নাকে প্রাচ্যদেশীয় কোনো ওষুধ লাগিয়েছিলেন। এই ঘটনার প্রায় এক সপ্তাহ পরেই উটের মালিক ম্যার্স ভাইরাসে আক্রান্ত হন। গবেষকরা সেই মৃত উট ও তার মালিকের শরীরে ভাইরাস তুলনা করে দেখেছেন যে উভয় ভাইরাসের জেনোম হুবহু মিল রয়েছে।
০১ মে, ২০১৪
সূত্র: বিবিসি