

বৃহস্পতিবার ● ৮ মে ২০১৪
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ: বিশ্ব পরিক্রমা » নক্ষত্রবিদ কলিন পাইলিংগারের জীবনাবসান
নক্ষত্রবিদ কলিন পাইলিংগারের জীবনাবসান
যুক্তরাজ্যের বিখ্যাত নক্ষত্রবিদ কলিন পাইলিংগার ৭০ বছর বয়সে গত ৭ মে, ২০১৪ তারিখে মস্তিস্কে রক্তক্ষরণজনিত কারণে হাসপাতালে মারা গেছেন। তিনি ২০০৩ সালে বিগল-২ নামের মহাকাশযান মঙ্গলে পাঠানোর উদ্যোগের জন্য সর্বাধিক পরিচিত ছিলেন। এই অভিযানের লক্ষ্য ছিল মঙ্গলের বুকে জীবনের অস্তিত্ব খুঁজে দেখা, যদিও মিশনটি সফলতার মুখ দেখেনি।
তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যারয়ের রিসার্চ ফেলো হিসেবে যোগ দেয়ার পূর্বে ওয়েলস বিশ্ববিদ্যালয় থেকে রসায়নের উপর ডক্টরেট করেন। ২০০০ সালের ৭ এপ্রিল আবিস্কৃত একটি গ্রহাণূ তার নামে নামকরণ করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুইজন সন্তান রেখে যান।
সূত্র: বিবিসি
০৮ মে, ২০১৪