মঙ্গলবার ● ২৯ এপ্রিল ২০১৪
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ: মহাকাশ » শীতলতম নক্ষত্রের সন্ধান
শীতলতম নক্ষত্রের সন্ধান
মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া স্টেট ইউনিভার্সিটির জ্যোতির্বিদরা নাসার ওয়াইড ফিল্ড ইনফ্রারেড সার্ভে এক্সপ্লোরার (ওয়াইজ) এবং স্পিত্জার স্পেস টেলিস্কোপের মাধ্যমে খয়েরি বামন মহাকাশের শীতলতম নক্ষত্র আবিষ্কার করেছেন। নক্ষত্রটির নাম দেওয়া হয়েছে ওয়াইজ জে০৮৫৫১০.৮৩-০৭১৪৪২.৫। বামন নক্ষত্রটি পৃথিবী থেকে ৭.২ আলোকবর্ষ দূরে অবস্থিত এবং আমাদের সূর্যের চতুর্থ নিকটতম সৌরজগত।
নক্ষত্রটির তাপমাত্রা -৫৪ ডিগ্রী থেকে -৯ ডিগ্রী এর মধ্যে এবং এর ভর বৃহস্পতি গ্রহের ভরের তিন থেকে দশ গুণ। পেনসিলভেনিয়া স্টেট ইউনিভার্সিটিতে অ্যাস্ট্রোনমির সহযোগী অধ্যাপক প্রফেসর কেভিন লুহম্যান বলেন, ‘সৌরজগতের এত কাছে এক নতুন প্রতিবেশীর অস্তিত্ব জানতে পেরে খুবই উত্তেজিত বোধ করছি। সৌরজগতের কাছে থাকলেও বামন নক্ষত্রটি মানুষের বাসোপযোগী হবে না। এর কারণ নক্ষত্রটিকে ঘিরে যে সব গ্রহ আবর্তিত হচ্ছে তাদের তাপমাত্রা আরও বেশি শীতল।’
বামন নক্ষত্রগুলি যে কোনো তারকার মতোই জীবন শুরু করে কিন্তু আণবিক জ্বালানি পোড়ানো বা নক্ষত্রের আলো বিকিরণ করার মতো ভর তাদের থাকে না।
ডেস্ক রিপোর্ট
সূত্র: নাসা
২৯ এপ্রিল, ২০১৪
বিষয়: #new star #ওয়াইজ জে০৮৫৫১০.৮৩-০৭১৪৪২.৫ #বামন নক্ষত্র