

সোমবার ● ১৪ অক্টোবর ২০১৩
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ: স্বাস্থ্য ও চিকিৎসা » ব্লক নিয়ে খেলা শিশুর গণিতে দক্ষতা বৃদ্ধিতে সহায়ক
ব্লক নিয়ে খেলা শিশুর গণিতে দক্ষতা বৃদ্ধিতে সহায়ক
শৈশবে ব্লক নিয়ে খেলাধূলা করা গণিত ও মহাকাশ বিষয়ে দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে, যা তাদের পরবর্তী শিক্ষাজীবনে বিজ্ঞান, প্রযুক্তি এবং প্রকৌশলের মতো বিষয়ের উপরে শিক্ষাগ্রহণেও সহায়ক। সম্প্রতি নতুন এক সমীক্ষায় চাইল্ড ডেভেলপমেন্ট জার্নালে বিষয়টি প্রকাশ করা হয়। গবেষকদের মতে, স্বল্প আয়ের পরিবারের শিশুরা যারা মহাকাশ সংক্রান্ত বিষয়ে বরাবরই পিছিয়ে তাদের জন্য এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। গবেষণা প্রবন্ধ লেখক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ডেলওয়্যার বিশ্ববিদ্যালয়ের ব্রেইন এন. ভার্ডিন জানান, ‘গবেষণা থেকে দেখা গেছে ব্লক তৈরি এবং পাজেল খেলা শিশুদের মহাকাশ সংক্রান্ত দক্ষতা বৃদ্ধি ঘটায়, যা বিদ্যালয়ে উচ্চতর গণিতের বিভিন্ন সমস্যা সমাধানে সহায়তা করে।’
গবেষকদের মতে প্রাক-বিদ্যালয়মুখী শিশুদের নিয়ে এ সম্পর্কিত গবেষণা এটিই প্রথম। তারা বিভিন্ন আর্থ-সামাজিক অবস্থার তিন বছর বয়সী ১০০ শিশুকে নিয়ে এই গবেষণা চালান। এর মধ্যে যেসব শিশুরা ব্লক গঠনে পারদর্শী ছিল তারাই পরবর্তীতে গণিতে ভালো করেছে। গবেষণায় প্রমান মিলেছে নিম্ম আয়ের পরিবারগুলোতে তিন বছর বয়সী শিশুরা ব্লক এবং অন্যান্য খেলনা বা উপকরণের সাথে পরিচিত হওয়ার সুযোগ কম পায় যা গণিত ও মহাকাশ সংক্রান্ত দক্ষতায় তাদেরকে পিছিয়ে রাখে।
সম্পাদনা: এলিনা বাড়ৈ
সূত্র: দ্য সোসাইটি ফর রিসার্চ ইন চাইল্ড ডেভেলপমেন্ট
২৭ সেপ্টেম্বর, ২০১৩