সোমবার ● ১৪ অক্টোবর ২০১৩
প্রথম পাতা » Extra »
রাতের আকাশে মিটিমিটি জ্বলতে থাকা দূর নক্ষত্র বা হঠাৎ ছুটে চলা উল্কা’র আবেশ মনকে আচ্ছন্ন করে ফেলে প্রহেলিকাময় এক জগতে, যা মহাবিশ্বের অনন্ত সীমানায় কোন কল্পলোকে নিয়ে যায় আমাদের। অনন্ত মহাবিশ্ব জয়ের নেশায় এমনি করেই কল্পলোক থেকে বাস্তবে ৫২ বছর আগে ইউরি গ্যাগারিন পৃথিবীর মাধ্যাকর্ষনের প্রভাব কাটিয়ে অদম্য সাহসিকতায় পাড়ি জমিয়েছিলেন মহাকাশে। সূচিত হয়েছিল মানবেতিহাসের এক অনন্য ধারা। যার ধারাবাহিকতায় নীল আর্মস্ট্রং, ভ্যালেন্তিনা তেরেসকোভা সহ বহু নভোচরী অবিস্মরনীয় সব অভিযান পরিচালনা করেছেন। সর্বশেষ মঙ্গল অভিযাত্রায় শামিল হয়েছে মার্স-ওয়ান মিশন। মহাকাশে উপনিবেশ স্থাপনের ধারণাকে বাস্তবে রূপ দিতে গত বছর মঙ্গলে বসতি গড়ার ঘোষণা দিয়ে আলোচনায় আসে নেদারল্যান্ডভিত্তিক বেসরকারি মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান মার্স ওয়ান। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৩ সালে মঙ্গলে প্রথম মানব বসতি স্থাপনের কাজ শুরু হবে। বিস্তারিত পড়ুন:
২০২৩ সালে মঙ্গলে বসতি গড়ার অপেক্ষায মার্স ওয়ান
মার্স ওয়ান বাছাই প্রক্রিয়া
বাংলাদেশী আবেদনকারীদের সাক্ষাৎকার
মার্স ওয়ান মিশন সম্পর্কে বিজ্ঞানকর্মী ও বিশেষজ্ঞদের মতামত