সোমবার ● ১৫ জুলাই ২০১৩
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ: স্বাস্থ্য ও চিকিৎসা » নমুনার গন্ধ থেকেই শনাক্ত হবে মূত্রথলির ক্যান্সার
নমুনার গন্ধ থেকেই শনাক্ত হবে মূত্রথলির ক্যান্সার
যুক্তরাজ্যের গবেষকদের উদ্ভাবিত যন্ত্র দ্বারা এবার মূত্রের নমুনার গন্ধ থেকেই শনাক্ত করা সম্ভব হবে মূত্রথলির ক্যান্সার। এখানে একটি সেন্সর ব্যবহার করা হয়েছে যা ক্যান্সার কোষের উপস্থিতি নির্ণয়ের জন্য বিশেষ ধরনের গ্যাসীয় রাসায়নিক উপাদান খুজেঁ বের করতে পারে। প্রাথমিকভাবে এটি ব্যবহার করে দশটি পরীক্ষার মধ্যে নয়টিতেই সঠিক ফল পাওয়া গেছে। পিলস ওয়ান সাময়িকীতে দেয়া তথ্যে এমনটি জানিয়েছেন এর উদ্ভাবক লিভারপুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্রিস প্রোবার্ট এবং ওয়েস্ট অব ইংল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নরম্যান রটক্লিফ।
বিশেষজ্ঞদের মতে বহুলভাবে এটি ব্যবহারের পূর্বে আরও গবেষণা এবং পরীক্ষা চালানো প্রয়োজন। যুক্তরাজ্যে প্রতি বছর প্রায় ১০,০০০ জন মানুষ মূত্রথলির ক্যান্সার পরীক্ষা করান। চিকিৎসকরা এতোদিন প্রাথমিক পর্যায়ে নিরাময়ের জন্য এই ক্যান্সার নির্ণয়ের উপায় খুঁজেছেন এবং অনেকেই মনে করেছিলেন মূত্রের গন্ধ থেকে এটি নির্ণয় করা সম্ভব।
উদ্ভাবকরা জানান, যখন নমুনাকে উত্তপ্ত করা হয় তখন মূত্রের বিশেষ গ্যাসীয় রাসায়নিক উপাদানগুলো নিঃসৃত হয়। তারা এই যন্ত্রের পরীক্ষার জন্য ৯৮ জন ব্যক্তির নমুনা সংগ্রহ করেন যার মধ্যে ২৪ জন মূত্রথলির ক্যান্সারে আক্রান্ত এবং ৭৪ জন্য ক্যান্সারে আক্রান্ত নন কিন্তু মূত্রথলির সমস্যায় ভুগছেন এমন। প্রোবার্ট জানান, হাসপাতালে ব্যাপকভাবে ব্যবহারের পূর্বে তারা এটি নিয়ে আরও গবেষনা চালাবেন।
যুক্তরাজ্যের ক্যান্সার রিসার্চের সিনিয়র সায়েন্স কমিউনিকেশন অফিসার ড. সারাহ হ্যাজেল জানান, এই সর্বাধুনিক পদ্ধতি এখনো উন্নয়নের প্রাথমিক পর্যায়ে রয়েছে, এটিকে আরও বড় পরিসরে এবং নারী-পুরুষ উভয়ের নমুনা নিয়েই গবেষনা চালানো প্রয়োজন। তবে গবেষকরা আশা করছেন প্রাথমিকভাবে এই পদ্ধতির মাধ্যমে ক্যান্সার নির্ণয় করতে পারলে সফলভাবে চিকিৎসা করা সম্ভব হবে।
সূত্র: বিবিসি [১০ জুলাই, ২০১৩]