

বৃহস্পতিবার ● ৯ অক্টোবর ২০১৪
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ: প্রত্নতত্ত্ব » প্রাচীন গুহাচিত্রের সন্ধান
প্রাচীন গুহাচিত্রের সন্ধান
এতোদিন পর্যন্ত বিজ্ঞানীরা ধারণা করতেন যে স্পেন ও দক্ষিণ ফ্রান্সের গুহাচিত্রগলোই আদিম মানুষদের নিজেদের আঁকা সবচেয়ে পুরাতন কীর্তি। কিন্তু সমপ্রতি ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে আবিস্কৃত গুহাচিত্র মানুষের বুদ্ধিবৃত্তিক বিকাশ এবং শিল্পচর্চার গোড়াপত্তনের ইতিহাস নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে। এই গুহাচিত্রগুলো প্রায় ৪০ হাজার বছরের পুরানো। হাতের ছাপ চিত্রটি (ওপরে) প্রায় ৩৯০০০ বছর এবং শুকরের চিত্রটি (নিচে) প্রাঢ ৩৫,৪০০ বছরের আগেকার।
বিজ্ঞানীরা ধারণা করছেন আদিম শিল্পীরা হাত দিয়ে জোরালো ভাবে চাপ প্রয়োগ কবে এসব নকশা তৈরি করতো। এই সকল প্রাচীন গুহাচিত্রে সেই সময়কার আদিম মানুষরা তাদের ভাবনা ও কল্পনার জগতকে ফুটিয়ে তুলত।
সূত্র: বিবিসি
৯ অক্টোবর, ২০১৪
বিষয়: #আদিম মানুষ #গুহাচিত্র #ফসিল