রবিবার ● ২৫ আগস্ট ২০১৩
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ: জীববিদ্যা ও বিবর্তন » পাখির মস্তিষ্কের সাথে সাদৃশ্য ছিল উড়ুক্কু ডাইনোসরের
পাখির মস্তিষ্কের সাথে সাদৃশ্য ছিল উড়ুক্কু ডাইনোসরের
সম্প্রতি এক গবেষণায় বিজ্ঞানীরা জানিয়েছেন, পাখির মস্তিষ্কের সাথে উড়ুক্কু ডাইনোসরের মস্তিস্কের সাদৃশ্য ছিল। প্রায় ১০ কোটি ৫০ লাখ বছর আগের আর্কিওপ্টেরিক্স প্রজাতির ডাইনোসরদেরকেই পাখির পূর্বপুরুষ হিসেবে ধরে নেয়া হয়। বিজ্ঞানীরা জানান, পাখির মত দেখতে আর্কিওপ্টেরিক্সদের মস্তিস্ক ছিল সাধারণ ডাইনোসরের চেয়ে আকারে বড় বং অনেকটা পাখির মস্তিষ্কের সাথে সাদৃশ্যপূর্ণ।
সম্প্রতি বিজ্ঞান বিষযক জার্নাল নেচার-এ প্রকাশিত একটি প্রবন্ধে আমেরিকান মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রি’র গবেষক অ্যামি ব্যালানফ উল্লেখ করেন, “আর্কিওপ্টেরিক্স প্রজাতিকেই পালকযুক্ত ডাইনোসর থেকে পাখিতে রূপান্তরিত বিরল প্রজাতি হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু বিশদভাবে ডাইনোসরদের মস্তিষ্ক পর্যালোচনা করলে দেখা যায় আর্কিওপ্টেরিক্স ততোটা গুরুত্বপূর্ণ কোন প্রজাতি নয়”।
ডাইনোসরের মস্তিস্ক সিটি স্ক্যান করে বিজ্ঞানীরা এই তথ্য পান। আর্কিওপ্টেরিক্সদের মস্তিষ্কের আকৃতি তার দৈহিক গঠনের চেয়ে তুলনামূলক বড় যা পাখির মস্তিষ্কের সদৃশ।
সূত্র: টেলিগ্রাফ
০৯ আগস্ট, ২০১৩