শুক্রবার ● ২৫ অক্টোবর ২০১৩
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ: স্বাস্থ্য ও চিকিৎসা » মুখের ব্যাকটেরিয়া বিন্যাস থেকে সনাক্ত করা যাবে প্রতিটি মানুষকে
মুখের ব্যাকটেরিয়া বিন্যাস থেকে সনাক্ত করা যাবে প্রতিটি মানুষকে
প্রতিটি মানুষের মুখে ব্যাকটেরিয়ার সমন্বয় ভিন্ন ভিন্নভাবে ঘটে থাকে যা প্রত্যেককে আলাদাভাবে সনাক্ত করতে নির্দেশনা প্রদান করে। গত ২৩ অক্টোবর, ২০১৩ তারিখে বিজ্ঞান জার্নাল প্লস ওয়ান-এ সাম্প্রতিক এই গবেষণালব্ধ তথ্য প্রকাশ করা হয়।
গবেষকদের মতে বিষয়টি ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে প্রতিটি মানুষকে সনাক্ত করার মতোই। তারা পরীক্ষায় মানুষের মুখগহ্বরে অবস্থানরত ব্যাকটেরিয়া ব্যবহার করেছেন, যা প্রধানত মানুষের মুখের মাড়ির নিচে বাসা বাঁধে। গবেষকরা ১০০ জন ব্যক্তির মুখে পরীক্ষা চালিয়ে ৪০০ প্রজাতির অণুজীবের সন্ধান পেয়েছেন। এদের মধ্যে মাত্র ২% অণুজীব প্রতিটি মানুষের মুখে বিদ্যমান এবং মাত্র ৮% এর মতো ব্যাকটেরিয়া নব্বুই শতাংশ ব্যক্তির মুখে রয়েছে। বাকি সব প্রজাতির সমন্বয় ব্যক্তিবিশেষে একদম স্বতন্ত্র যা প্রতিটি মানুষকে আলাদাভাবে সনাক্ত করতে ব্যবহৃত হতে পারে।
গবেষণা প্রবন্ধের প্রধান লেখক পূর্ণিমা কুমার বলেন, ‘আমরা মখে ধারণ করে থাকি এমন প্রচুর সনাক্তকারী উপকরণ প্রথমবারের মতো দেখতে পাওয়া গেল। আমরা জানি আমাদের খাদ্য এবং খাদ্যাভাসই নির্ধারণ করে দেয় কোন ধরনের ব্যাকটেরিয়া আমাদের মুখে টিকে থাকতে পারবে, যেকারণে ডেন্টিস্টরা ব্রাশ করার ওপর জোর দিয়ে থাকেন। আপনার জীনগত মেকাপ কি একই ধরনের ভূমিকা পালন করে? এর উত্তর হবে হ্যাঁ। দুইজন মানুষের মুখে ব্যাকটেরিয়ার সমন্বয় সদৃশ নয়। এটি সত্যিকার অর্থেই এক ফিঙ্গারপ্রিন্ট।’
ডিএনএ ডিপ সিক্যুয়েন্সিং কৌশল অবলম্বন করে তারা এই অনুজীবীয় প্রজাতির অভূতপূর্ব বিন্যাস দেখতে পেয়েছেন। বিজ্ঞানীরা পরীক্ষায় অংশগ্রহণকারী ব্যক্তিদের লালা, দাঁতের পৃষ্ঠদেশ এবং মাড়ির নিচ থেকে নমুনা সংগ্রহ করেন।
সম্পাদনা: কসমিক কালচার ডেস্ক
২৫ অক্টোবর, ২০১৩
সূত্র: এশিয়ান সায়েন্টিস্ট