শনিবার ● ১৭ সেপ্টেম্বর ২০১১
প্রথম পাতা » অলৌকিক নয় লৌকিক » কবরে ২১ দিন: কৃপা লাভের আশা
কবরে ২১ দিন: কৃপা লাভের আশা
কুমিল্লা জেলার মুরাদনগরের পীরকাশিমপুর। আল্লাহর কৃপা লাভের আশায় এই গ্রামে জনৈক ব্যক্তির ২১ দিন কবরে ধ্যানমগ্ন থাকার প্রচেষ্টা বেশ আলোড়ন তুলেছে। আলহাজ্ব আলী আজগর চিশতী, পবিত্র আজমির শরিফের খাদেম সাহেবজাদা সৈয়দ আফতাব আলম ফকরীর নির্দেশে ২১ দিন কবরে অবস্থান করার ব্যবস্যা নিয়ে আলোচনার সূত্রপাত ঘটিয়েছেন।
গত ২৬ এপ্রিল, ২০০৯ রবিবার তিনি নিজে কবর খুঁড়ে ৩টি হোগলা, ১টি বালিশ, ১টি তসবি ও আড়াই গজ কাফনের কাপড় নিয়ে তাতে অবস্থান নিয়েছেন। কবর থেকে উঠবেন আগামী ১৬ মে রবিবার। মাটির প্রলেপ দিয়ে যত্ন করে মসৃণ রাখা কবরটিকে দেখলে মনে হবে সদ্য মৃত কাউকে বুঝি কবর দেয়া হয়েছে। আলী আজগর চিশতী কবরে ঢোকার পর মাটি দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে পুরো কবরটি। শুধু কবরের এক পাশে ৬ ইঞ্চি মাপের একটি পাইপ লাগানো, যা দিয়ে খাবার জন্য দৈনিক এক পোয়া পুরমাণ দুধ প্রবেশ করানো হয়। পরিবার থেকে জানানো হয়, আজমির শরিফের খাদেম কোন একটি ওষুধ দিয়েছেন যা খাওয়ার কারণে তাকে প্রকৃতির ডাকে সাড়া দিতে হয় না। কবরে থেকে তিনি সকলের সাথেই কথাবার্তা বলছেন। আর প্রতিদিন এই ঘটনা নিজ চোখে দেখতে ভীড় জমাচ্ছেন অনেক অনেক মানুষ। সবার অপেক্ষা কি ঘটবে আগামী ১৬ মে তারিখে। অপেক্ষায় আমরাও .. .. ..
ধর্মীয় বিশ্বাস এর মত সংবেদনশীল কারণে বরাবরই এ জাতীয় বুজরুকির হোতারা সাধারণের ধরাছোঁয়ার অলক্ষ্যে থেকে যায়। আমাদের যৌক্তিক সচেতনতা ভেঙ্গে দিবে সকল ভন্ডামির ভীত, সেই অপেক্ষায় আমরা।
ছবি ও সূত্র: দৈনিক জনকণ্ঠ, ৭ মে, ২০০৯