শনিবার ● ২২ জুন ২০১৩
প্রথম পাতা » স্থানীয় বিজ্ঞান সংবাদ » মহাকাশে নারীর ৫০ বছর: ভ্যালেন্তিনার পথ ধরে ছুটে চলেছে পৃথিবীর নারীরা
মহাকাশে নারীর ৫০ বছর: ভ্যালেন্তিনার পথ ধরে ছুটে চলেছে পৃথিবীর নারীরা
১৬ জুন ১৯৬৩, সোভিয়েত রাশিয়ার রাষ্ট্রীয় বেতার থেকে ঘোযণা হলো_ অল্প কিছুক্ষণ পর ইতিহাসের প্রথম নারী হিসেবে মহাকাশ যাত্রা করছেন ভ্যালেন্তিনা তেরেসকোভা। পরিচিতজন এমনকি পরিবারের লোকজনেরও চক্ষু চড়কগাছ! নিজেদের কানকেও যেন কেউ বিশ্বাস করতে পারছে না। সহকর্মীরা ভাবতে থাকল যে মেয়েটা গতকাল আমাদের পাশের সিটে বসে কাজ করল আজ সে যাচ্ছে মহাকাশ যাত্রায়? আসলে এই মেয়েটা ছিল একটু চাপা ও প্রচারবিমুখ এক মানুষ_ কথাগুলো বলছিলেন ডিসকাশন প্রজেক্টের বিজ্ঞানকর্মী জাহাঙ্গীর আলম সুর। আলোচনা করেছেন মাজেদুল হাসান। মানবসভ্যতার ইতিহাসে প্রথম নারীর মহাকাশযাত্রার ৫০ বছরপূর্তির অনুষ্ঠানটি সফলভাবে আয়োজন করে ডিসকাশন প্রজেক্ট ও ঢাকা ইম্পিরিয়াল কলেজ। এ ব্যাপারে সার্বক্ষণিক সহযোগিতার হাত বাড়ান ইম্পিরিয়াল কলেজের ইংরেজির শিক্ষক সুমনা বিশ্বাস। তিনি বলেন, ভ্যালেন্তিনার মহাকাশযাত্রা নারীদের চিরকাল অনুপ্রাণিত করবে।