শনিবার ● ২২ জুন ২০১৩
প্রথম পাতা » স্থানীয় বিজ্ঞান সংবাদ » ‘মহাকাশ গবেষণায় রেডিও জ্যোতির্বিজ্ঞান : ফিওটা’র সেমিনার
‘মহাকাশ গবেষণায় রেডিও জ্যোতির্বিজ্ঞান : ফিওটা’র সেমিনার
পৃথিবীর বাইরে কি আদৌ রয়েছে প্রাণের অস্তিত্ব? মহাবিশ্বে ছড়িয়ে থাকা কোটি কোটি গ্যালাক্সির কোনো গ্রহে কি গড়ে উঠেছে উন্নত সভ্যতা? ভবিষ্যতে রেডিও টেলিস্কোপ কি এনে দিতে পারবে এই সকল রহস্যময় প্রশ্নের উওর ? সম্প্রতি প্রাণের স্পন্দন খুঁজতে Search for Extra-terrestrial Intelligence (SETI) ব্যবহার করেছে সর্বাধুনিক টেলিস্কোপ অ্যারে । কেন মহাকাশ পর্যবেক্ষণে গুরুত্ব দেয়া হচ্ছে রেডিও ব্যান্ডকে? দৃশ্যমান ব্যান্ড থেকে এর গুরুত্ব কেন বেশি? এমন আরও প্রশ্নের উত্তর জানতে বাংলাদেশে প্রথম ‘ফেডারেশন অব এক্সপার্টস অন টেকনোলজি এন্ড অ্যাস্ট্রোনমি’ (FEOTA) গত ২১ জুন, ২০১৩ তারিখে আয়োজন করে জ্যোতির্বিজ্ঞান বিষয়ক সিরিজ সেমিনার।
‘মহাকাশ গবেষণায় রেডিও জ্যোতির্বিজ্ঞান’ শীর্ষক এই সেমিনারে সেমিনারে মূল আলোচনা করেন ছাত্রবিজ্ঞানী সিরাজুম মনিরা ইরিনা। তিনি নাসার রেডিও-জোভ শিক্ষা প্রসার কার্যক্রমের সাথে সমন্বয়পূর্বক বেঙ্গালুরুও মাউন্ট কারমেল কলেজে ‘বৃহষ্পতি গ্রহের আবহাওয়ামণ্ডলে S-burst এবং L-burst এর উপর দুই বছর গবেষণা করেন।