সর্বশেষ:
ঢাকা, নভেম্বর ২১, ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩১

cosmicculture.science: বিজ্ঞানকে জানতে ও জানাতে
শনিবার ● ২২ জুন ২০১৩
প্রথম পাতা » স্থানীয় বিজ্ঞান সংবাদ » ব্রাজিল অলিম্পিয়াডে বাংলাদেশ
প্রথম পাতা » স্থানীয় বিজ্ঞান সংবাদ » ব্রাজিল অলিম্পিয়াডে বাংলাদেশ
৪৮০ বার পঠিত
শনিবার ● ২২ জুন ২০১৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্রাজিল অলিম্পিয়াডে বাংলাদেশ

ব্রাজিল! লন্ডন না হয়ে ব্রাজিলে যাচ্ছে বাংলাদেশ অলিম্পিয়াড দল! কোন অলিম্পিয়াড? কিসের…তাই তো! এটা হচ্ছে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান এবং জ্যোতিঃপদার্থবিজ্ঞান অলিম্পিয়াড। ২০১২-এর এবারের আসর ব্রাজিলের রিও ডি জেনিরোতে।
প্রতিবছরের মতো এবারও বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে বাংলাদেশের ২৪টি জেলা শহরে বাংলাদেশ অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আয়োজন করা হয়। এবারের আয়োজনের সহযোগী ছিল বিজ্ঞান আন্দোলন মঞ্চ। প্রথম আলোর আয়োজনে গণিত অলিম্পিয়াডের সাফল্যে উৎসাহিত হয়েই অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন অ্যাস্ট্রো-অলিম্পিয়াড আয়োজনের পরিকল্পনা নেয়।
১৯৯৭ সালে ১৬টি জেলা শহরে হেলবপ ধূমকেতু এবং ২০০৩ সালে ১২টি জেলা শহরে মঙ্গল গ্রহ পর্যবেক্ষণ ক্যাম্প পরিচালনা করেছে। সে তুলনায় দিনব্যাপী দেশব্যাপী শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতা এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অনেক কিছুর সমন্বয়…। সত্যি, অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের জন্য নতুন অভিজ্ঞতাই বটে।
তার পরও কিছু প্রশ্ন…এই যেমন এই অলিম্পিয়াড কী বিষয় নিয়ে…কোন বয়সের মানুষের জন্য, কীভাবে, কবে, কেন ইত্যাদি ইত্যাদি…। রাতের আকাশে অনেক তারা দেখতে পাওয়া যায়। নিকট অতীতে সাগরের নাবিকেরা আকাশের এই তারা দেখে দেখেই দেশ থেকে দেশান্তরে যেতেন। এই তারাগুলোর প্রায় প্রতিটিরই কোনো না কোনো নাম আছে। তবে এর মধ্যে একেবারেই ছোটগুলোর নাম তাদের কাছাকাছি থাকা বড়গুলো নিয়ে গঠিত একেকটা দল হিসেবে দেখতে পাই। প্রাথমিকভাবে বলতে পারি, এই তারাগুলো পর্যবেক্ষণ করার বিষয়টিই জ্যোতির্বিজ্ঞান। তবে এই তারাগুলো কোনটা কত দূরে…কোনটা কিসের তৈরি বা কবে জন্ম-মৃত্যু…জ্যোতির্বিজ্ঞান বিষয়ে প্রতিযোগীর জানার পরিধি কতটুকু…এর জন্য নির্দিষ্ট বই থাকে না। আর পরীক্ষাটি ছিল লিখিত। জ্যোতির্বিজ্ঞানবিষয়ক পরীক্ষায় ছোট ছোট প্যারা, শূন্যস্থান পূরণ, চারটি উত্তরসহ প্রশ্ন, বিভিন্ন আলোকচিত্র-এ সবকিছুর সমন্বয়ে প্রশ্নপত্র। এসব বিস্তারিত বিষয় নিয়েই জ্যোতিঃপদার্থবিজ্ঞান। জ্যোতির্বিজ্ঞান এবং জ্যোতিঃপদার্থবিজ্ঞান অলিম্পিয়াড এ বিষয়গুলো নিয়েই আয়োজন করা হয়।
জ্যোতির্বিজ্ঞান এবং জ্যোতিঃপদার্থবিজ্ঞান বিষয়ে আগ্রহী ১৪ থেকে ১৯ বছর বয়সী ছাত্রছাত্রীদের নিয়ে এ আয়োজন।
এ বছরই যেমন জানুয়ারিতে বাংলাদেশের ২৪টি জেলা শহরে এক লিখিত পরীক্ষার আয়োজন করা হয়। সেখান থেকে মোট ২০০ জনকে নিয়ে পরবর্তী সময়ে ঢাকায় অপর একটি চূড়ান্ত পর্বের আয়োজন ছিল।
ঢাকার নটর ডেম কলেজে মার্চের ১৬ তারিখে এই চূড়ান্ত পর্বের আয়োজনে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান এবং জ্যোতিঃপদার্থবিজ্ঞান অলিম্পিয়াড কমিটির চেয়ারম্যান কাটিফ ক্যুনযায়া, আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান অলিম্পিয়াড কমিটির চেয়ারম্যান মিখাইল গাব্রিলভ, ইন্দোনেশিয়া এবং ভারতের অলিম্পিয়াড দলের দলনেতা। সেখান থেকে নির্বাচিত নটর ডেম কলেজের শাহরিয়ার জাহানসহ তিনজনের একটি দল যাচ্ছে ব্রাজিল। আর ১৪ থেকে ২৪ অক্টোবরে দক্ষিণ কোরিয়ায় হবে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান অলিম্পিয়াড। দক্ষিণ কোরিয়া যাবে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের অপর একটি দল। অলিম্পিয়াড আরও আছে। এবারের এশিয়া-প্যাসিফিক আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান অলিম্পিয়াড আসর বসছে আমাদের এই বাংলাদেশেই। আগামী নভেম্বরে প্রথম আলো, রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্র এবং গাইড ট্যুর-এর সহযোগিতায় বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন আয়োজন করতে যাচ্ছে এবারের এশিয়া-প্যাসিফিক আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান অলিম্পিয়াড। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোকে নিয়েই এ আসর। ব্রাজিল অলিম্পিয়াড হবে ৪ থেকে ১৪ আগস্ট পর্যন্ত। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশসহ ৩০টির বেশি দেশ অংশ নেবে। ইতিপূর্বে ২০১০ সালে চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশ প্রথমবারের মতো তিনটি বিশেষ সম্মানসূচক সম্মাননা পেয়েছিল।
২০০৬ সাল থেকে বাংলাদেশ জ্যোতির্বিজ্ঞান অলিম্পিয়াডের আয়োজন করে আসছে। আর সে বছর থেকে বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের এক বা একাধিক দল অংশ নিয়েছে। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন মনে করে, ‘পৃথিবীর অন্য সব দেশ যখন জ্ঞান-বিজ্ঞানের ক্ষেত্রে দারুণভাবে এগিয়ে যাচ্ছে, তখন আমরা বাংলাদেশে সামাজিক তথা জ্ঞান-বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্রে ক্রমশ পিছিয়ে পড়ছি। এর মূল কারণ, বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশের ক্ষেত্রে সামাজিক অঙ্গীকার এবং সচেতনতার অভাব। তাই বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন ২৪ বছর ধরে বিজ্ঞানচর্চাকে জনপ্রিয় করার জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। বিগত দিনগুলোর কাজের ধারাবাহিকতায় বাংলাদেশ অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আয়োজন করছে।’ বলছিলেন বিশিষ্ট জ্যোতির্বিজ্ঞানী বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি সুজন কুমার দেব।
আজকের বিশ্ব বিজ্ঞান এবং প্রযুক্তিনির্ভর। এ বিশ্বে বাংলাদেশকে এগিয়ে যেতে হলে বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্রেই এগিয়ে আসতে হবে। উচ্চতর গবেষণা কার্যক্রম গড়ে তুলতে হবে আর এর জন্য প্রয়োজন বিজ্ঞানভিত্তিক পাঠ্যক্রম। ছোটবেলা থেকেই ছোট ছেলেমেয়েদের বিজ্ঞানবিষয়ক বিভিন্ন কার্যক্রমে যুক্ত করতে হবে। এর মধ্য দিয়ে আগামী দিনে বিজ্ঞানে আগ্রহী প্রজন্ম গড়ে উঠবে। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন আগামী দিনের বাংলাদেশকে বিজ্ঞান-প্রযুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবস্থায় দেখতে চায়। ব্রাজিলগামী বাংলাদেশ অলিম্পিয়াড দলের জন্য থাকল শুভেচ্ছা।
# মশহুরুল আমিন

 





স্থানীয় বিজ্ঞান সংবাদ এর আরও খবর

বঙ্গবন্ধু কেমিক্যাল মেট্রোলজি অলিম্পিয়াড ২০২০ স্থগিত করা হয়েছে বঙ্গবন্ধু কেমিক্যাল মেট্রোলজি অলিম্পিয়াড ২০২০ স্থগিত করা হয়েছে
সাবর্ণ রায় চৌধুরী পরিবার পরিষদের ১৫তম আন্তর্জাতিক ইতিহাস উৎসব সাবর্ণ রায় চৌধুরী পরিবার পরিষদের ১৫তম আন্তর্জাতিক ইতিহাস উৎসব
ত্রয়োদশ অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০১৮ ত্রয়োদশ অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০১৮
বড়িশার বড়োবাড়িতে শেষ হল সাবর্ণ সংগ্রহশালার ত্রয়োদশ আসর বড়িশার বড়োবাড়িতে শেষ হল সাবর্ণ সংগ্রহশালার ত্রয়োদশ আসর
ওয়াইডাব্লিউসিএ জুনিয়র হাই স্কুলে আসিফের বিজ্ঞান বক্তৃতা ‘আকাশ ও মহাকাশ এবং মহাবিশ্বে আমরা’ অনুষ্ঠিত ওয়াইডাব্লিউসিএ জুনিয়র হাই স্কুলে আসিফের বিজ্ঞান বক্তৃতা ‘আকাশ ও মহাকাশ এবং মহাবিশ্বে আমরা’ অনুষ্ঠিত
জ্যোতির্বিদ রাধাগোবিন্দ চন্দ্র স্মরণ উৎসব - ২০১৬ জ্যোতির্বিদ রাধাগোবিন্দ চন্দ্র স্মরণ উৎসব - ২০১৬
অনুষ্ঠিত হল ‘একাদশ তম বাংলাদেশ অ্যাস্ট্রো-অলিম্পিয়াড-২০১৬’ অনুষ্ঠিত হল ‘একাদশ তম বাংলাদেশ অ্যাস্ট্রো-অলিম্পিয়াড-২০১৬’
বাংলা একাডেমি প্রবর্তিত ‘হালিমা-শরফুদ্দীন’ বিজ্ঞান পুরস্কার পাচ্ছেন বিজ্ঞান বক্তা আসিফ বাংলা একাডেমি প্রবর্তিত ‘হালিমা-শরফুদ্দীন’ বিজ্ঞান পুরস্কার পাচ্ছেন বিজ্ঞান বক্তা আসিফ
প্রথম জাতীয় জীববিজ্ঞান ক্যাম্প অনুষ্ঠিত প্রথম জাতীয় জীববিজ্ঞান ক্যাম্প অনুষ্ঠিত
আবদুল জব্বার সম্মাননা পেলেন ড. আলী আসগর আবদুল জব্বার সম্মাননা পেলেন ড. আলী আসগর

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
মহাবিশ্বের প্রারম্ভিক অবস্থার খোঁজেজেমস ওয়েব স্পেস টেলিস্কোপের প্রথম রঙীন ছবি প্রকাশ
ব্ল্যাকহোল থেকে আলোকরশ্মির নির্গমন! পূর্ণতা মিলল আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্বের
প্রথম চন্দ্রাভিযানের নভোচারী মাইকেল কলিন্স এর জীবনাবসান
মঙ্গলে ইনজেনুইটি’র নতুন সাফল্য
শুক্র গ্রহে প্রাণের সম্ভাব্য নির্দেশকের সন্ধান লাভ
আফ্রিকায় ৫০ বছর পরে নতুনভাবে হস্তিছুঁচোর দেখা মিলল
বামন গ্রহ সেরেসের পৃষ্ঠের উজ্জ্বলতার কারণ লবণাক্ত জল
রাতের আকাশে নিওওয়াইস ধূমকেতুর বর্ণিল ছটা,আবার দেখা মিলবে ৬,৭৬৭ বছর পরে!
বিশ্ব পরিবেশ দিবস ২০২০
মহাকাশে পদার্পণের নতুন ইতিহাস নাসার দুই নভোচারী নিয়ে স্পেসএক্স রকেটের মহাকাশে যাত্রা