

শুক্রবার ● ২৫ জানুয়ারী ২০১৩
প্রথম পাতা » বিজ্ঞানের মৌলিক ধারণা ও বিজ্ঞান চেতনা » বিজ্ঞানের সাংস্কৃতিক বিনির্মাণে - রুশো তাহের
বিজ্ঞানের সাংস্কৃতিক বিনির্মাণে - রুশো তাহের
প্রকাশক: অবসর প্রকাশনা সংস্থা
মূল্য: ৩৫০ টাকা
প্রচ্ছদ: প্রতীক ডট ডিজাইন
প্রথম প্রকাশ: ফেব্রুয়ারি ২০০৮
একদিকে প্রযুক্তির রমরমা ব্যবহার, অন্যদিকে বিজ্ঞানবিমুখতা এমনকি বিজ্ঞানবিরুদ্ধতা মাতাচাড়া দিয়ে উঠেছে। পড়ন্ত মানবসভ্যতা ধ্বংসের আয়োজন চলছে যুদ্ধাস্ত্র নির্মাণ ও বিকিকিনির মাধ্যমে। বস্তুত এ রকম হচ্ছে বিজ্ঞানের সংস্কৃতিকে উপরব্ধির অভাবে। আমাদের যাপনীয় জীবনে অতীতের যেকোন সময়ের তলনায় বিজ্ঞানের যুক্তিবোধ ও সৌন্দর্য্যচেতনার অনুপ্রবেশ জরুরী। এজন্যই প্রয়োজন বিজ্ঞান সংস্কৃতিকে উপলব্ধি ও অবধারণের। এই বইটি বিজ্ঞান সংস্কৃতির উপর বিশেষভাবে রচিত। বিজ্ঞান সংস্কৃতির পূর্ণাঙ্গ অবয়ব এতে উঠে না আসলেও বিজ্ঞানের সংস্কৃতির সাথে সমাজ ও মানুষের সম্পর্ক বিশদভাবে আলোচনা করা হয়েছে। বাংলাভাষায় বিজ্ঞানচর্চা ও বিজ্ঞানমনস্কতা সৃষ্টিতে সহায়ক এই বইটি।