

সোমবার ● ১০ ডিসেম্বর ২০১২
প্রথম পাতা » বিজ্ঞানের মৌলিক ধারণা ও বিজ্ঞান চেতনা » বিজ্ঞানের চেতনা - মূল: জ্যাকব ব্রনোওস্কি, অনুবাদ: জহুরুল হক
বিজ্ঞানের চেতনা - মূল: জ্যাকব ব্রনোওস্কি, অনুবাদ: জহুরুল হক
সাহিত্য প্রকাশ থেকে প্রকাশিত
মূল্য: একশো টাকা
এটি বিজ্ঞান ভিত্তিক বই হলেও, প্রচলিত অর্থে বিজ্ঞানের বই নয়। মানুষের সভ্যতার প্রয়াসে বিজ্ঞানের আবহমান কালের ভূমিকার দিকটিই প্রাধান্য পেয়েছে বইটিতে। একদিকে ছিল মানুষ, মানুষের বোধশক্তি; অন্যদিকে প্রকৃতি জগতের অপার রহস্য, তার নিজের সৃষ্ট বিজ্ঞান-কীর্তি। কোথায় কোথায় ঘটেছে সঙ্গম, কোথায় সঙ্ঘাত, তারপর অগ্রগমন, উর্ধ্বগতি, আরোহণ। তাই অবশ্যম্ভাবী ছিল যে তার জীবনযাপন, আচরণ, সামাজিক কার্যকলাপ, প্রভাবিত, প্রায়শই নিয়ন্ত্রিত হয়েছে বিজ্ঞানের অমোঘ ধারা, প্রবাহের দ্বারা। বইটি তাই, বিজ্ঞানের দর্শন দ্বারা প্রভাবিত মানুষের সামাজিক-মানসিক আচরণের বিবরণ বিষয়ক বলাটাই শ্রেয়। সামাজিক ও ব্যক্তিগত জীবনে নিশ্চিত আসন দখল করে নিতে বিজ্ঞানকে বহু কুসংস্কার, গোড়ামি, সহজাত মানসিক জাড্য - এই সবের বিরুদ্ধে নিরন-র সংগ্রাম রত থাকতে হয়েছে; পৃথিবীর কোন দেশেই এই ধরনের সংগ্রাম অনুপসি’ত ছিল না। বিজ্ঞানের পথ কুসুমাস্তীর্ণ হয়নি। এই জন্যই বিজ্ঞানের অগ্রগমনের পথ ইতিহাস থেকে বিচ্ছিন্ন নয়, পৃথক হয়েও সংশ্লিষ্ট। পৃথিবীর সব দেশের ইতিহাস বহুবিধ কারণে ভিন্ন ভিন্ন পথে গেছে; কিন্তু মনুষ্য স্বভাব ও সমাজ গঠন পদ্ধতির যে সামগ্রিক বিরোধিতা ছিল বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ও মনোভাবের প্রতি, তা সব দেশে একই প্রকারের, চেহারায় না হলেও চরিত্রে। এই কারণেই কোন সমাজের ইতিহাস ঐ সমাজের বৈজ্ঞানিক প্রয়াস ও কার্যকলাপ থেকে বিচ্ছিন্ন বা সম্পূর্ণ নিরপেক্ষভাবে দেখতে চাইলে যথার্থ অগ্রগতি বা বিবর্তনের ধরন কিংবা গতিপ্রকৃতি ধরা পড়ার সম্ভাবনা খুবই কম। আধুনিক সমাজ ও বিজ্ঞানের জগতে যে জটিল সংকটজালের সৃষ্টি হয়েছে, তার থেকে উদ্ধার ও উত্তরণের একমাত্র পথ যে বাস্তববোধসম্পন্ন মানবতাবাদ, এই উপলব্দিই প্রতিফলিত হয়েছে বইয়ে। এই বই পাঠে যেমন অর্জিত হবে দৃষ্টিভঙ্গির স্বচ্ছতা, তেমনি পাওয়া যাবে উৎকৃষ্ট সাহিত্য পাঠেরও আনন্দ।