

মঙ্গলবার ● ২৮ ফেব্রুয়ারী ২০১২
প্রথম পাতা » বিজ্ঞানের মৌলিক ধারণা ও বিজ্ঞান চেতনা » বিশ্বাস ও বিজ্ঞান
বিশ্বাস ও বিজ্ঞান
চারদিক প্রকাশনী থেকে প্রকাশিত
সম্পাদনা মন্ডলী: অভিজিৎ রায়, শহিদুল ইসলাম, ফরিদ আহমেদ
সভাপতি: অজয় রায়
প্রথম প্রকাশ: ফেব্রুয়ারি ২০১২
প্রচ্ছদ: বিপ্লব মন্ডল
মূল্য: পাঁচশত কুড়ি টাকা
ISBN: 984-802-077-2বিজ্ঞান ও ধর্মের মধ্যকার সম্পর্ক খোঁজা, জানা এবং বোঝার চেষ্টা করা হয়েছে নির্মোহ দৃষ্টিতে মূলতঃ একাডেমিক বা বুদ্ধিবৃত্তিক যুক্তিবাদী দৃষ্টিকোন থেকে। দার্শনিক, বৈজ্ঞানিক তত্ত্ব-তথ্য-পর্যবেক্ষণ-উপাত্ত সমূহ বিশ্লেষণে ব্যাখ্যায়। সন্দেহ নেই বিজ্ঞান এবং ধর্ম - দুটোরই প্রভাব ও গুরুত্ব মানুষের জীবনে, সংস্কৃতিতে, জীবনাচারে অপরিসীমভ কিন্তু এই দুয়ের মধ্যে সম্পর্কটি ঠিক কেমন? গ্রন্থের লেখকরা তাদের জ্ঞান, অভিজ্ঞতা এবং আধুনিক গবেষণালব্ধ সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এটির সন্ধান করার প্রয়াস পেয়েছেন। মহাবিশ্ব, বুদ্ধিদীপ্ত পরিকল্পনা, ধর্মনিরপেক্ষতা, ধর্মীয় অসহিষ্ণুতা এবং মৌলবাদ প্রসঙ্গ, ধর্মের উৎস-উদ্ভব এবং অলৌকিকতার বৈজ্ঞানিক অনুসন্ধান, ধর্ম ও নৈতিকতা প্রসঙ্গ, অজ্ঞেয়বাদ, সংশয়বাদ, যুক্তিবাদ, আস্তিকতা-নাস্তিকতা…প্রভৃতি নানা ধরনের বিষয় নির্ভর আলোচনা গ্রন্থটিতে সস্থান পেয়েছে।