

সোমবার ● ১০ ডিসেম্বর ২০১২
প্রথম পাতা » বিজ্ঞানের মৌলিক ধারণা ও বিজ্ঞান চেতনা » বিজ্ঞানে আমাদের উত্তরাধিকার - এ. এম. হারুন অর রশীদ
বিজ্ঞানে আমাদের উত্তরাধিকার - এ. এম. হারুন অর রশীদ
সাহিত্য প্রকাশ থেকে প্রকাশিত
মূল্য: একশত পঞ্চাশ টাকা
১ম প্রকাশ: মার্চ, ২০০৮
তৃতীয় বিশ্বের এক পশ্চাৎপদ দেশের নাগরিক আমরা, বর্তমান দুনিয়ার শক্তিমান ও অগ্রসর সমাজের বিবেচনায় আমাদের অবস্থান প্রান্তিক; কিন্তু মানবগোষ্ঠীর মধ্যে তো সত্যিকার কোনো ভেদরেখা নেই, মানবসভ্যতা ও মানবকৃতির সমুদয় উত্তরাধিকারে আমাদের সমান অংশীদারিত্ব আর সেসব ধারণ করেই বিকশিত হতে পারে আমাদের জীবনসত্তা। সে কারণে প্রান্তিক অবস্থানের গ্লানি ঘুচিয়ে আত্মশক্তিতে আস্থাবান হয়ে জেগে ওঠার জন্য আমাদেরও চাই বিজ্ঞানের উত্তরাধিকার যথাযতভাবে বুঝে নেয়া এবং সেই উপলব্ধির জোরে দেশের মানুষকে বিজ্ঞানভাবনা ও বিজ্ঞানচর্চার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত করা। বিজ্ঞানকে অবলম্বন করে জীবনের সামগ্রিক বিকাশে বাঙালির শক্তিময়তার পরিচয়বহ এই গ্রন্থ বিজ্ঞানের আমাদের উত্তরাধিকার আত্মস্থ করে বিকশিত আগামী নির্মাণে নিশ্চিতভাবে সহায়ক হিসেবে বিবেচিত হবে।