শনিবার ● ১২ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » বিজ্ঞানের মৌলিক ধারণা ও বিজ্ঞান চেতনা » রবীন্দ্রনাথের বিজ্ঞান ভাবনা - সুব্রত বড়ুয়া
রবীন্দ্রনাথের বিজ্ঞান ভাবনা - সুব্রত বড়ুয়া
অনুপম প্রকাশনী থেকে প্রকাশিত
প্রথম প্রকাশ: ফেব্রুয়ারি ২০১১
প্রচ্ছদ: ধ্রুব এষ
পৃষ্ঠা সংখ্যা: ৭৮
মূল্য: একশত টাকা
ISBN: 984 70152 0172 2রবীন্দ্র প্রতিভার অশেষ বৈচিত্র্য ও ব্যাপ্তি বাঙালির জীবনচর্চা ও মানসভূবনকে যে কতো বিপুলভাবে ঋদ্ধ করেছে তার হিসাব দুঃসাধ্য। কবিতা-গল্প-গান-উপন্যাস ছাড়াও তাঁর ভ্রমনসাহিত্য যেমন অনন্য রসের আধার, তেমনি তাঁর রচিত প্রবন্ধগুলিও জীবনসত্য অন্বেষণের পাথেয়। বিজ্ঞানসাহিত্যে তাঁর পদচারণার পরিসর ব্যাপক নয়, কিন্তু বিজ্ঞানমনস্কতা তাঁর চিন্তার জগতকে যুক্তির ভিত দিয়েছিল। রবীন্দ্রনাথের বিজ্ঞানভাবনা নেই বিজ্ঞানমনস্কতার স্বরূপ খোঁজার প্রয়াস।