সোমবার ● ১০ ডিসেম্বর ২০১২
প্রথম পাতা » বিজ্ঞানের মৌলিক ধারণা ও বিজ্ঞান চেতনা » মহাজাগতিক আলোয় ফিরে দেখা - আসিফ
মহাজাগতিক আলোয় ফিরে দেখা - আসিফ
সময় প্রকাশন থেকে প্রকাশিত
মূল্য: একশো পচিশ টাকা
১ম প্রকাশ: বইমেলা, ২০০৩
বইটির ভূমিকায় প্রখ্যাত নিসর্গী দ্বিজেন শর্মা উল্লেখ করেছেন, ‘আসলে আমরা বিজ্ঞানের আসল স্বরূপটি আজো ধরতে পারিনি। যে জন্য আমাদের সন্তানদের তা ধরাতেও পারিনি এবং পারিনা বলেই তা স্বপ্ন হয়ে ওঠে না, অথচ তা বড়ই জরুরী ছিল।’ আসিফ এই বইটিতে তাই গুরুত্ব দিয়েছেন সেই স্বপ্নকেই, আগামী প্রজন্মের মাঝে জাগ্রত করতে চেয়েছেন সেই স্বপ্নবোধকে। আমাদের ভবিষ্যত পথচলাকে সমৃদ্ধ করার জন্য প্রয়োজন অতীত ও ইতিহাস থেকে শিক্ষা গ্রহণের, জ্ঞানচর্চার সেইসকল পথিকৃতদের গৌরবময় জীবন দর্শন অনুসরণের। এই বইতে বিবৃত হয়েছে আইনস্টাইন, নিউটন, হাইপেশিয়া, জিওর্দানো ব্রুনো, ইভান ইয়েফ্রেমভ, জ্যাকব ব্রনোওস্কি থেকে আমাদের অতীশ দীপঙ্কর ও রামানুজনের কথা। বইটি আমাদের উপলব্ধিকে আরও শানিত করবে।