মঙ্গলবার ● ২৮ ফেব্রুয়ারী ২০১২
প্রথম পাতা » জীবনী ও কর্ম » বিজ্ঞানীদের প্রেম - শর্মিলা সিনড্রেলা
বিজ্ঞানীদের প্রেম - শর্মিলা সিনড্রেলা
ভাষাচিত্র থেকে প্রকাশিত
প্রথম প্রকাশ: ফেব্রুয়ারি ২০১২
মূল্য: একশত পঞ্চাশ টাকা
পৃষ্ঠা: ৯৬
প্রচ্ছদ: খন্দকার সোহেল
ISBN: 978-984-90153-8-3
বিজ্ঞানী বলতেই সেই একই চিত্র চোখে ভেসে ওঠে। ঝাকড়া চুল। রুক্ষ মন। রস-কষহীন কথাবার্তা। ভীষন একগুঁয়ে। জনজীবন থেকে বিচ্ছিন্ন। বড়ই নিরানন্দ তাদের জীবন। তাদের জীবনে প্রেম থাকতে পারে এমনটা কেউই বিশ্বাসই করতে পারে না। কিন্তু বিজ্ঞানের ইতিহাস পড়লে আর বিজ্ঞানীদের জীবনী জানলে এমন কথার ভিত্তি আর থাকে না। বিজ্ঞানীরাও যে প্রেমে পড়েন একথা তখন স্বীকার করে নিতেই হয়। বিজ্ঞানীরাও সমাজের সব মানবিক আবেগ দ্বারা প্রভাবিত হন। শুধু তাই নয়, কোন কোন বিজ্ঞানীর ক্ষেত্রে প্রেমই যেন তাদের সফলতার রহস্য। এরকমই ত্রিশজন বিজ্ঞানীদের রোমাঞ্চকর জীবনাখ্যান নিয়েই রচিত হয়েছে এই বইটি। নিরস বিজ্ঞানের বাইরেও ভালোবাসায় পূর্ণ বিজ্ঞানীদের জীবনের আরেক অধ্যায়ের পরিচিতি তুলে ধরেছে এই বইটি। নিতান্তই সুখপাঠ্য বলে বিবেচিত হবে সকলের কাছেই।