

শনিবার ● ১২ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » জীবনী ও কর্ম » দি অটোবায়োগ্রাফি অব চার্লস ডারউইন
দি অটোবায়োগ্রাফি অব চার্লস ডারউইন
দিব্য প্রকাশ থেকে প্রকাশিত
অনুবাদ: শানজিদ অর্ণব
প্রথম প্রকাশ: ফেব্রুয়ারি ২০১৪
প্রচ্ছদ: ধ্রব এষ
মূল্য: দুইশত টাকা
ISBN: 978-984-90546-1-0
ডারউইনের আত্মজীবনী প্রথম প্রকাশিত হয়েছিল তার মৃত্যুর পাঁচ বছর পরে অর্থাৎ ১৮৮৭ সালে। ছেলে ফ্রান্সিস ডারউইন সম্পাদনা করেছিলেন পিতার সেই আত্মজীবনীমূলক গ্রন্থ। অবশ্য ফ্রান্সিস তার পিতা চার্লস ডারউইনের ধর্ম সম্পর্কিত ভাবনাসহ আরও বেশ কিছু অংশ বাদ দিয়ে বইটি সম্পাদনা করেন। যদিও এই বাদ দেয়া অংশসহ চার্লস ডারউইনের পূর্ণাঙ্গ আত্মজীবনীমূলক গ্রন্থটি তার নাতনী নোরা বারলোর সম্পাদনায় পুনরায় ১৯৫৮ সালে প্রকাশিত হয়।
ব্যক্তিগত চার্লস ডারউইনকে জানার জন্য এই আত্মজীবনীমূলক গ্রন্থটির কোন বিকল্প নেই। শ্রুসবারির এক বালক কীভাবে দুনিয়ার সবচেয়ে আলোচিত বৈজ্ঞানিক তত্ত্ব নির্মাণ করেছিলেন সেই আখ্যান রয়েছে বইটিতে। একইসাথে তার চিন্তার বিকাশ, গবেষণা ও বই লেখার বিশদ বর্ণনা ফুটে উঠেছে। বইটি সকলের জন্য অবশ্য পাঠ্য।