

বুধবার ● ২৫ ফেব্রুয়ারী ২০১৫
প্রথম পাতা » জীবনী ও কর্ম » শতবর্ষে বাঙালির বিজ্ঞানসাধনা - তপন চক্রবর্তী
শতবর্ষে বাঙালির বিজ্ঞানসাধনা - তপন চক্রবর্তী
অনুপম প্রকাশনী থেকে প্রকাশিত
মূল্য: ৪০০ টাকা
প্রথম প্রকাশ: ফেব্রুয়ারি ২০১৫
প্রচ্ছদ: ধ্রুব এষ
ISBN 978-984-404-427-2
বাঙালির বিজ্ঞান গবেষণা ও মাতৃভাষা বাংলায় বিজ্ঞান রচনার শতাধিক বছরের ইতিহাস এই বইয়ে পরিবেশিত হয়েছে। সে সঙ্গে দুই বঙ্গে সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতায় বিজ্ঞান গবেষণার যে সফল আয়োজন রয়েছে এবং সেখানে যেসব গবেষণাকর্ম হয়েছে বা হচ্ছে তার বিবরণও এতে ব্যক্ত হয়েছে।
বিশ্বকবি রবীন্দ্রনাথ, অক্ষয়কুমার দত্ত, রামেন্দ্রসুন্দর ত্রিবেদী, কাদানন্দ্র রায়, জগদীশচন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ বসু, মহেন্দ্রলাল সরকার, প্রফুল্লচন্দ্র মহলানবিশ, মুহম্মদ কুদরাত-এ-খুদা, কাজী মোতাহার হোসেন, মোকাররম হোসেন খোন্দকার, গোপালচন্দ্র ভট্টাচার্য্য, আবদুল্লাহ আল-মুতী সহ নিকট অতীতের বিজ্ঞানসেবকদের বিজ্ঞান কর্মের সঙ্গে লেখক পাঠককে পরিচয় করিয়ে দেওয়ার সার্থক প্রয়াস নিয়েছেন।