শুক্রবার ● ২৮ ফেব্রুয়ারী ২০১৪
প্রথম পাতা » জীবনী ও কর্ম » প্রাচীন ভারতীয় গণিত ও জ্যোতির্বিদ - সৌমেন সাহা
প্রাচীন ভারতীয় গণিত ও জ্যোতির্বিদ - সৌমেন সাহা
অনুপম প্রকাশনী থেকে প্রকাশিত
প্রথম প্রকাশ: ফেব্রুয়ারি ২০১৪
প্রচ্ছদ: ধ্রব এষ
পৃষ্ঠা সংখ্যা: ২০৮
মূল্য: দুইশত পঞ্চাশ টাকা
ISBN: 978-৯৮৪-৪০৪-৩৮১-৭
বিশ্বের বৈজ্ঞানিক কার্যকলাপ আজ অনেকদূর এগিয়ে গিয়েছে। বিশ্ব বিজ্ঞানের এই ব্যাপ্ত প্রেক্ষপটে ভারতবর্ষের অবদানও কম নয়। যে প্রাচীন হিন্দু সভ্যতা বিশ্বের সভ্যতা-সংস্কৃতির ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছিল, বিজ্ঞানের ক্ষেত্রে তার কোন ব্যতিক্রম হয়নি। ভাস্করাচার্য্য, আর্যভট্ট, বরাহমিহির, মঞ্জুল, মাধব, শ্রীধরাচার্য, ব্রক্ষ্মগুপ্ত প্রভৃতি গণিতজনের সাধনা আমাদের সেই কথাই স্মরণ করিয়ে দেয়। এই গ্রন্থে ভারতের সেই সকল স্মরনীয় গণিত ও জ্যোতির্বিদদের বিষয়ে তথ্য সাধারণের কাছে তুলে ধরার প্রয়াস নেয়া হয়েছে।