শনিবার ● ১ মার্চ ২০১৪
প্রথম পাতা » মাইক্রো মুন » মাইক্রো মুন
মাইক্রো মুন
কক্ষপথ পরিভ্রমনে পৃথিবীর সাপেক্ষে চাঁদের দূরত্বের হ্রাস-বৃদ্ধির কারণে চাঁদ কখনো কখনো পৃথিবীর তুলনামূলক কাছে চলে আসে, আবার কখনো দূরে অবস্থান করে। জ্যোতির্বিজ্ঞানের ভাষায় পৃথিবীর সাপেক্ষে কক্ষপথে চাঁদের নিকটতম অবস্থানকে বলা হয় পেরিজি (perigee) এবং দূরতম অবস্থানকে বলা হয় অ্যাপজী (apogee)। দূরবর্তী অবস্থানে থাকা অবস্থায় সংঘঠিত পূর্ণিমাকে বলা হয় মাইক্রো মুন বা মিনি মুন বা ক্ষুদ্র চাঁদ। এ সময় চাঁদের আলোর ঔজ্জ্বলতা স্বাভাবিকের থেকে কম থাকে।
পৃথিবীর সাথে চাঁদের সর্বনিম্ম দূরত্ব প্রায় ৩৫৬,৪০০ কি.মি. বা ২২১,৪৫৬ মাইল এবং সর্বোচ্চ দূরত্ব প্রায় ৪০৬,৭০০ কি.মি. বা ২৫২,৭১১ মাইল। পৃথিবী ও চাঁদের গড় দূরত্ব ৩৮৪,৪০০ কি.মি বা ২৩৮,৮৫৫ মাইল।