

সোমবার ● ৯ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » শ্রদ্ধা ও স্মরণ » শিক্ষক, লেখক ড. অজয় রায় আর নেই
শিক্ষক, লেখক ড. অজয় রায় আর নেই
শিক্ষক, লেখক ড. অজয় রায় আর নেই। দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থ্যতায় থাকার পর আজ ৯ ডিসেম্বর ২০১৯ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর বারডেম হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। পেশাগত জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগে শিক্ষকতার পাশাপাশি প্রগতিশীলতা, বিজ্ঞানমনস্কতা ও মুক্তবুদ্ধির প্রসারে এবং দেশ মাতৃকার স্বার্থে বিভিন্ন গণতান্ত্রিক ও নাগরিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব ছিলেন।
তাঁর জন্ম ১৯৩৫ সালের ১ মার্চ। তিনি ১৯৫৯ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগে শিক্ষকতা করেছেন। পরে ইংল্যান্ডের লিডস বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৬ সালে পিএইচডি ডিগ্রি এবং ১৯৬৭ সালে পোস্ট ডক্টরেট সম্পন্ন করেন। তিনি পুনরায় ১৯৬৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন এবং অবসর নেয়ার আগ পর্যন্ত এখানেই কর্মরত ছিলেন। এছাড়া বাংলাদেশের স্বাধীনতার পর তিনি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত হন এবং বর্তমানে এশিয়াটিক সোসাইটির বিজ্ঞান বিভাগের সম্পাদক ছিলেন। তিনি শিক্ষা আন্দোলন মঞ্চের সভাপতি এবং দক্ষিণ এশীয় মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী সংগঠনের সভাপতিমণ্ডলীর সদস্য। পাশাপাশি তিনি জনপ্রিয় ব্লগ মুক্তমনার উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং মুক্তান্বেষার সম্পাদক ছিলেন। ২০১২ সালে পদার্থবিজ্ঞানে একুশে পদক লাভ করেন ড. অজয় রায়।
তাঁর মৃত্যুতে কসমিক কালচার গভীর শোক জ্ঞাপন করছে।